Thursday, May 15, 2025

বাংলার বুকে বিজেপি যদি সামান্যতম ছাপ ফেলতে পারে, তার অনেকটাই কৃতিত্ব বীরভূমের দুধকুমার মণ্ডলের। বীরভূম বিজেপির অন্যতম মুখ দুধকুমার। একটি সময় নিয়মিত খবরের শিরোনামে থাকতেন দুধকুমার। তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আর বিজেপির দুধকুমার মণ্ডলের রাজনৈতিক তরজা ও বাক্যবাণ খুব উপভোগ্য ছিল। বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটেও গেরুয়া শিবিরের প্রার্থীও হয়েছিলেন দুধকুমার।

বীরভূমে বিজেপির সংগঠন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুধকুমারের। তবে বর্তমানে দলের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে দোর্দণ্ডপ্রতাপ এই নেতার। রাজ্যের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কোপে পড়েছেন তিনি। আজ, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাতেও থাকছেন না দুধকুমার মণ্ডল।

এদিন ময়ূরেশ্বরে সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভায় গেলেন না বীরভূম বিজেপির অন্যতম পরিচিতি ও জনপ্রিয় মুখ দুধকুমার। যাননি তাঁর অনুগামীরাও। যা ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে ও জেলা রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা আদি বিজেপি নেতা দুধকুমার মণ্ডল শুভেন্দুর সভায় না যাওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আমাকে কোনও সভা-সমিতিতে যেতে নিষেধ করা হয়েছে। পাল্টা আমিও চিঠিও দিয়েছিলাম। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। তাই আমি সভায় যাব না।”

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...
Exit mobile version