অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ ৪০০ রানে, নাগপুরে অনন্য নজির শামির

১০ নম্বরে ব্যাট করতে নেমে শামি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। আর এখানেই বিরাট কোহলিকে পিছনে ফেলে দেন তিনি।

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেষ্ট। নাগপুরে অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৪০০ রানে। রোহিত শর্মার দুরন্ত শতরানের পর ভারতীয় দলকে রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যেতে যোগ‍্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প‍্যাটেল। ৭০ রান করেন জাদেজা। ৮৪ রান করেন অক্ষর। এদিন ব‍্যাট হাতে দলকে ভরসা দেন মহম্মদ শামিও। ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ১০ নম্বরে ব্যাট করতে নেমে শামি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। আর এখানেই বিরাট কোহলিকে পিছনে ফেলে দেন তিনি। নাগপুরে শামি ৩টি ছক্কা হাঁকানোতে বিরাট কোহলিকে টপকে যান তিনি।

এদিন তিনটি ছয় মারতেই, টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে বিরাট কোহলিকে টপকে যান শামি। ভারতীয় দলের তারকা পেসার ৮১টি টেস্টের ৮৫টি ইনিংসে ব্যাট করতে নেমে মোট ২৫টি ছক্কা হাঁকান। কোহলি ১০৫টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করে ২৪টি ছক্কা মেরেছেন। শামি টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত নাগপুর টেস্টের প্রথম ইনিংসের পর ৭২২ রান সংগ্রহ করেছেন। কোহলির সংগৃহীত টেস্ট রান ৮১৩১।

তিনটি ছয় হাঁকিয়ে শামি শুধু বিরাটকেই নয়, পিছনে ফেলে দিয়েছেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, চেতেশ্বর পুজারাদের।

আরও পড়ুন:ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন ঋষভ, দুর্ঘটনার পর প্রথম ছবি পোস্ট পন্থের