ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন ঋষভ, দুর্ঘটনার পর প্রথম ছবি পোস্ট পন্থের

যেই ছবি দুটি পোস্ট করেছেন পন্থ সেখানে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট এবং কালো শর্টস পরে দু’হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন তিনি।

প্রকাশ‍্যে এলেন ঋষভ পন্থ। ভয়াবহ দুর্ঘটনার পর এই প্রথমবার প্রকাশ‍্যে এলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন পন্থ। সেই সঙ্গে দিলেন একটি বিশেষ বার্তাও।

এদিন সোশ্যাল মিডিয়ায় পন্থ দুটি ছবি পোস্ট করে লেখেন,” একধাপ এগিয়ে যাওয়া। একধাপ শক্তিশালী হয়ে ওঠা। একধাপ ভাল হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া।” যেই ছবি দুটি পোস্ট করেছেন পন্থ সেখানে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট এবং কালো শর্টস পরে দু’হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন তিনি। ডান পায়ে মোটা করে একটি ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ডান হাতের কনুইয়ের কাছেও রয়েছে একটি ছোট ব্যান্ডেজ। পাশাপাশি কনুইয়ের পাশের অংশটি যে অনেকখানি কেটে গিয়েছিল, সেটাও বোঝা যাচ্ছে চামড়ার রং দেখে।ছবিতে দেখা যাচ্ছে পন্থের ডান পা বেশ ফোলা।

How to fix Apple csuhaj ildikó életrajz data syncing issues – TechRepublic

আরও পড়ুন:আকাশ দীপের পাঁচ উইকেটের সৌজন্যে তৃতীয় দিনে চালকের আসনে বাংলা