Wednesday, May 14, 2025

আমেরিকার আকাশে ফের অজানা উড়ন্ত বস্তু, মিসাইল ছুঁড়ে নামাল মার্কিন সেনা

Date:

আমেরিকার আকাশে সম্প্রতি চিনের(China) এক বেলুনকে গুলি করে নামিয়েছে আমেরিকা(America)। যা নিয়ে চাপাউতোরের মাঝে এবার আলাস্কার(Alaska) আকাশে দেখা মিলল এক অজানা উড়ন্ত বস্তুর। হোয়াইট হাউসের(White House) তরফে জানানো হয়েছে, মাটি থেকে ৪০ হাজার ফুট উপরে উড়ছিল ওই বস্তুটি। যদিও সেটা কারা পাঠিয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সেটিকে গুলি করে নামানো গিয়েছে।

আমেরিকার তরফে জানানো হয়েছে, শুক্রবার আলাস্কার আকাশে মাটি থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় এক অজানা বস্তুকে উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে মিশাইল ছুড়ে ধ্বংস করা হয়। হোয়াইট হাউসের মার্কিন মুখপাত্র জন কার্বি জানান, বাইডেনের নির্দেশে মার্কিন সেনা বস্তুটিকে মাটিতে নামিয়ে আনে। তবে সেটি চিনা বেলুনটির মতো বড় ছিল না, আকারে ছোট গাড়ির মতো।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটি, অস্ত্রের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে চিন জানায়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার গতির সঙ্গে পথ পরিবর্তন করে আমেরিকার আকাশে ঢুকে পড়ে বেলুনটি। চিনের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। কিন্তু চিনের বিবৃতিতে চিঁড়ে ভেজেনি। মিসাইল দেগে চিনের ‘নজরদারি’ বেলুন ফাটিয়ে দেয় আমেরিকা। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয় বেজিং। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের আবহে এবার ফের রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে।

Related articles

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...
Exit mobile version