Wednesday, November 12, 2025

আমেরিকার আকাশে ফের অজানা উড়ন্ত বস্তু, মিসাইল ছুঁড়ে নামাল মার্কিন সেনা

Date:

আমেরিকার আকাশে সম্প্রতি চিনের(China) এক বেলুনকে গুলি করে নামিয়েছে আমেরিকা(America)। যা নিয়ে চাপাউতোরের মাঝে এবার আলাস্কার(Alaska) আকাশে দেখা মিলল এক অজানা উড়ন্ত বস্তুর। হোয়াইট হাউসের(White House) তরফে জানানো হয়েছে, মাটি থেকে ৪০ হাজার ফুট উপরে উড়ছিল ওই বস্তুটি। যদিও সেটা কারা পাঠিয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সেটিকে গুলি করে নামানো গিয়েছে।

আমেরিকার তরফে জানানো হয়েছে, শুক্রবার আলাস্কার আকাশে মাটি থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় এক অজানা বস্তুকে উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে মিশাইল ছুড়ে ধ্বংস করা হয়। হোয়াইট হাউসের মার্কিন মুখপাত্র জন কার্বি জানান, বাইডেনের নির্দেশে মার্কিন সেনা বস্তুটিকে মাটিতে নামিয়ে আনে। তবে সেটি চিনা বেলুনটির মতো বড় ছিল না, আকারে ছোট গাড়ির মতো।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটি, অস্ত্রের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে চিন জানায়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার গতির সঙ্গে পথ পরিবর্তন করে আমেরিকার আকাশে ঢুকে পড়ে বেলুনটি। চিনের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। কিন্তু চিনের বিবৃতিতে চিঁড়ে ভেজেনি। মিসাইল দেগে চিনের ‘নজরদারি’ বেলুন ফাটিয়ে দেয় আমেরিকা। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয় বেজিং। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের আবহে এবার ফের রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version