Thursday, August 21, 2025

রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ! নিজের কেন্দ্রেই জনরোষের মুখে শান্তনু   

Date:

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগেই এবার নিজের এলাকাতেই জনরোষের মুখে পড়লেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে (BJP MP) ঘিরে বিক্ষোভে উত্তাল উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon)। এদিন রাস্তা সংস্কারের দাবিতে তাঁর গাড়ি ঘিরে ক্ষোভ জানান স্থানীয়রা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গাড়ি থেকে নেমে আসতে বাধ্য হন শান্তনু। স্থানীয়দের অভিযোগ, সংসদের তহবিলে বরাদ্দ টাকা থেকে রাস্তা সংস্কারের জন্য এক পয়সাও খরচ করা হয়নি। এমনকি এদিন শান্তনুর সামনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। কারও দেখা পাওয়া যায়নি। আবার ভোট আসছে, তাই সবাই এবার জড়ো হচ্ছেন গ্রামে। রবিবার বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদার এই আউলডাঙা গ্রাম দিয়েই যাচ্ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে জনরোষের (Protest) মুখে পড়েন তিনি।  তবে এদিন বিক্ষুব্ধদের মধ্যে অধিকাংশই ছিলেন গ্রামের মহিলা। তাঁদের অভিযোগ, এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ২০১৮ সালে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে পঞ্চায়েতে জিতিয়েছিলেন স্থানীয়রা। পরবর্তী কালে বিজেপিকে (BJP) ভোট দিয়েও কেন রাস্তার কোনও উন্নতি হল না, তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন স্থানীয়রা।

তবে এদিন বিপাকে পড়ে শান্তনুর সাফাই, সাংসদ তহবিলের টাকা (Money from MP Lad) বন্ধ থাকায় আপনাদের রাস্তা মেরামত হয়নি। তবে অবিলম্বে এই রাস্তা মেরামতের ব্যবস্থা করে দেব। তা বলার পরও বিক্ষোভ থামেনি। এরপরই স্থানীয়রা জানান, এই রাস্তা সঠিক সময়ে মেরামত না হলে আমরা ভোট বয়কট করব।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version