Sunday, November 9, 2025

মর্মা*ন্তিক! অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে শুইয়ে হাসপাতালে ছুটল বালক, ভাইরাল ভিডিও  

Date:

অ্যাম্বুলেন্স (Ambulance) জোটেনি। আর সেকারণেই ঠেলা গাড়ি ঠেলে অসুস্থ বাবাকে হাসপাতালে (Hospital) নিয়ে গেল মাত্র ৬ বছরের এক বালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। অভিযোগ, বারবার সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই কোনও উপায় না পেয়ে অসুস্থ বাবাকে ঠেলা গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল বালক। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে নেটিজেনরা। ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chauhan) সরকার।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বছর ছয়েকের এক বালক একটি ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে রয়েছেন এক মাঝবয়সী ব্যক্তি। আর ঠেলাগাড়ির অপর প্রান্ত ধরে টানছেন সেই শিশুর মা। মধ্যপ্রদেশের সিঙ্গরাউলি জেলার বালিয়ারি শহরের ঘটনা। শনিবার প্রকাশ্যে আসে বিষয়টি। এরপর প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় বালক।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে (Patient) নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য তাঁদের নেই। আর সেকারণেই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে বাবাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় বালকটি। এদিকে ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিষয়টির তদন্তের (Investigation) নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version