Sunday, November 16, 2025

গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ SSC’র

Date:

২০১৬-এর ওএমআর শিট (OMR Sheet) দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী। পাশাপাশি এই অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট (calcutta High court)। এরই মধ্যে শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এই ওয়েটিং লিস্টের তালিকা চূড়ান্ত নয়। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে প্রয়োজনে পরিবর্তন হতে পারে এই তালিকা।

উল্লেখ্য, শুক্রবারই অবৈধভাবে চাকরি পাওয়া ১৯১১ জনের নিয়োগের সুপারিশপত্র বাতিল করে দেয় এসএসসি। পাশাপাশি নিয়োগপত্র বাতিলের রাস্তায় হাঁটে মধ্যশিক্ষা পর্ষদও। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাফ জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের নির্দেশে পরবর্তী ধাপে চাকরি বাতিলের কারণে তৈরি হওয়া শূন্যপদগুলিতে অপেক্ষারতদের তালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য হাই কোর্ট তিন সপ্তাহ সময় দিয়েছে। সেই প্রক্রিয়া শুরু হল।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বহুদিন মামলা চলছে কলকাতা হাই কোর্টে। একাধিক ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার জন্য কমিশনকে মাত্র ২৪ ঘণ্টা সময় দেন তিনি। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ওএমআর শিটে কারচুপির অভিযোগ নিয়ে নিশ্চিত হওয়ার কথা জানায় কমিশন। এরপরই বাতিল হয় ১৯১১ জনের চাকরি। এবার সেই শূন্যপদে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল এসএসসি।

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version