Monday, August 25, 2025

পাঁচ-পাঁচটি সোনার পদক জিতলেন বেদান্ত মাধবন, গর্বিত বাবা আর মাধবন

Date:

আবারও শিরোনামে আর মাধবন-পুত্র বেদান্ত মাধবন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন বেদান্ত। সোনার পদক পাওয়ার পাশাপাশি রুপোর পদকও জিতেছেন মাধবন পুত্র। এদিন টুইট করে জানালেন গর্বিত বাবা আর মাধবন।

 

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ আসর বসেছে এবার কাশ্মীরের গুলমার্গে। সেখানেই পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন মাধবন-পুত্র। রুপোও জিতলেন দুটি। মোট ৭ টি পদক জেতেন বেদান্ত। খেলো ইন্ডিয়ায় ইয়ুথ গেমস ২০২৩-এ ১০০ মিটার, ২০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ এবং ৮০০ মিটারে রুপো জিতেছেন বেদান্ত।

ছেলের এই সাফল্যে খুশি মাধবন। তিনি টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, শিবরাজ চৌহানকে ধন‍্যবাদ জানিয়ে ছেলের সাতটি পদক জয়ের কথা জানিয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, “ঈশ্বরের আশীর্বাদে’ ১০০ মিটার, ২০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ এবং ৮০০ মিটারে রুপো জিতেছেন বেদান্ত। ১৬১ পদক সমেত রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র”।

বাবা নামি অভিনেতা হলেও, ক্রীড়াকেই বেছে নিয়েছেন বেদান্ত মাধবন। তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু। এর আগে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছিলেন বেদান্ত। ১৬ মিনিটের রেকর্ড ভেঙে নতুন কীর্তি স্থাপন করেছিলেন তিনি। এছাড়া গতবছর ড্যানিশ ওপেন-এ সাঁতারে সোনাও জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version