Sunday, November 16, 2025

দিল্লি সফরে ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ আনন্দের, স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Date:

বাংলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিল্লি সফরে এসে প্রথমবার উত্তরসূরীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(CV Anand Bose)। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) সঙ্গে ঘন্টাখানেকের বৈঠক সারলেন তিনি। আনন্দের দিল্লি(Delhi) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এদিন টুইট করে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে ঘন্টাখানেকের এই বৈঠকে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে অবশ্য মুখ খোলেনি কেউই। তবে আনন্দ বোসের এই দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে বলে রাজধানীতে খবর। সেক্ষেত্রে দু’জনের মধ্যে অবশ্যই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে বঙ্গ বিজেপির একাংশের ভূমিকায় তিনি যে অসন্তুষ্ট তাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন বলে মনে করছে দিল্লির রাজনৈতিক মহল।

উল্লেখ্য, জগদীপ ধনকড়ের পর বাংলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন সিভি আনন্দ বোস। তবে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সহযোগিতামূলক ও নিরপেক্ষ ভাব মূর্তিতে রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট প্রাক্তন এই আমলাকে নিয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে বারন করা হয় রাজ্য নেতাদের। এই আবহে আনন্দের দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- টানা সাত ঘণ্টা সিআইডির জিজ্ঞাসাবাদ, গ্রেফতার গথা হাইস্কুলের প্রধান শিক্ষক

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version