Friday, August 22, 2025

বেলেঘাটায় বৃদ্ধার মর্মা*ন্তিক পরিণতি! তিনদিন ধরে মায়ের দেহ আগলে বসে মেয়ে

Date:

কিছুদিন আগেই মৃত্যু হয়েছে মায়ের (Mother)। আর মায়ের দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসম্যহীন (Mentally Disabled) মেয়ে। বেলেঘাটার (Beleghata) বদন রায় লেনের ঘটনা। জানা গিয়েছে, ৯০ বছর বয়সী মায়ের দিন কয়েক আগে মৃত্যু হলেও তাঁকে নিয়ে কী করবেন, ভেবে পাননি মেয়ে। তবে সোমবার ওই বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নমিতা ঘোষ (Namita Ghosh)।

স্থানীয় সূত্রে খবর, বছর ৬৪-র প্রৌঢ়া ইন্দ্রাণী ঘোষাল ৯০ বছরের মাকে নিয়ে একাই থাকতেন বেলেঘাটার বদন রায় রোডে। এদিকে সোমবার প্রতিবেশীরা খবর দিলে পুলিশ বাড়ির ভিতরে ঢুকেই আঁতকে ওঠে। পুলিশের কর্তারা দেখেন বাড়িতেই পড়ে রয়েছে বৃদ্ধার দেহ। তাঁর মাথার কাছে বসে রয়েছেন মেয়ে। তিনি পুলিশকে শান্ত নির্বিকারভাবেই বলছেন, মায়ের মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। পাশাপাশি দেখা যায় মায়ের গায়ে বসা মাছি তাড়াচ্ছেন তিনি।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বৃদ্ধার স্বামী স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বছর কয়েক আগেই তিনি মারা গিয়েছেন। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল পরিবারটির। তবে কিছুদিন আগেই বাড়ির কাছের কলে জল নিতে গিয়েছিলেন ওই মেয়েটি। সেসময় কলতলায় পড়ে যান। তাঁকে তুলে বাড়িতে দিয়ে আসেন প্রতিবেশীরা। তারপর থেকে তাঁকে আর বাইরে দেখা যায়নি। তারপরই সোমবার পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করছে পুলিশ। বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তে(Post Mortem) পাঠানো হয়েছে দেহ।

 

 

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version