মাধ্যমিক পরীক্ষার কারণে নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘীতে উপনির্বাচন (By-election)। এদিকে, ২৩ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে সাগরদিঘী (Sagardighi) বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব সংক্ষিপ্ত করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত প্রচার করা যাবে। মাধ্যমিক পরীক্ষা (Examination) শুরু হচ্ছে ২৩ তারিখ সকাল দশটা থেকে। সেই কারণে তার ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করা হয়েছে। এরপর আর কোনওরকম মিটিং, মিছিল, জনসভা, স্ট্রিট কর্নার কোনও কিছুই করা যাবে না। কেবলমাত্র বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তবে, সে ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যাতে কোনরকম ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা যাতে না হয়।

আরও পড়ুন- ওরা জনগনকে ভৃত্য ভাবতেন: ত্রিপুরায় বামেদের তোপ মোদির

Previous articleওরা জনগনকে ভৃত্য ভাবতেন: ত্রিপুরায় বামেদের তোপ মোদির
Next articleবেলেঘাটায় বৃদ্ধার মর্মা*ন্তিক পরিণতি! তিনদিন ধরে মায়ের দেহ আগলে বসে মেয়ে