Friday, August 22, 2025

জমি জবরদখলের (Expropriation of Land) অভিযোগ। এবার বজরংবলিকে (Bajrangbali) আইনি চিঠি দিল ভারতীয় রেল (Indian Railways)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পাশাপাশি রেলের তরফে সাফ জানানো হয়েছে, অবিলম্বে জবরদখল করা জমি ছেড়ে না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এমনই নোটিশ (Legal Notice) রেলের তরফে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনার সবলগড় শহরের ঘটনা। তবে বিষয়টি নজরে আসার পরই ভুল সংশোধন করে নোটিশ প্রত্যাহার করা হয়েছে রেলের তরফে।

তবে রেলের এমন ভুল নতুন কিছু নয়। এর আগেও একাধিক দেবদেবীর নামে চিঠি পাঠিয়েছে রেল। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের সবলগড়ে রেলের জমির মধ্যে একটি বজরংবলির মন্দির রয়েছে। আর রেলের জমি জবরদখল করে ওই মন্দিরটি তৈরি করা হয়। আর সম্প্রতি সেই মন্দিরের গায়েই নোটিশ টাঙিয়ে দেন রেলের আধিকারিকরা। যেহেতু মন্দিরটি হনুমানের, আর সেকারণে বজরংবলির নাম করেই চিঠিটি পাঠানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি দেওয়া ওই নোটিশে রেলের পক্ষ থেকে বজরংবলিকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জবরদখল করা জমি ছেড়ে না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে৷ আর তার জবাব দিতে হবে বজরংবলিকেই।

তবে এমন নোটিশ সামনে আসতেই বিষয়টি ভাইরাল (Viral) হতে বেশি সময় লাগেনি। আর তারপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। এরপরই তড়িঘড়ি নিজেদের ভুল বুঝতে পেরে ওই নোটিশটি সরিয়ে নেওয়া হয়৷ তবে বিষয়টি ধামাচাপা দিতে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে নতুন নোটিশ পাঠানো হয়েছে।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version