বহাল তবিয়তে দিব্যি বেঁচে রয়েছেন ‘তামিল টাইগার্স’-র (LTTE Chief) প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ। মৃত্যুর গুজব উড়িয়ে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন সহকারী তথা তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারান(P Nedumaran)। তাঁর দাবিতে জাতীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ২০০৯ সালে তা হলে কার মৃত্যুর ছবি ছাপা হয়েছিল?

সোমবার তাঞ্জাভুরে সাংবাদিক বৈঠক করে নেদুমারান বলেন, শুধু বেঁচে নয় বহাল তবিয়তে রয়েছেন প্রভাকরণ। এমনকি নিজের পরিবারের সঙ্গেও যোগাযগ রয়েছে তাঁর। প্রভাকরণের আত্মীয়দের অনুমোদন নিয়েই এদিন এই তথ্য প্রকাশ করেছেন নেদুমারান। কিন্তু এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি নেদুমারান। তবে বর্ষীয়ান ওই নেতা জানান, এটিই প্রভাকরণের ‘অন্তরাল’ ভেঙে সামনে আসার আদর্শ সময়। শ্রীলঙ্কার অশান্ত পরিস্থিতি সামাল দিতে ‘তামিল এলম’ তৈরির ব্যাপারে বিশদ পরিকল্পনা তৈরি প্রভাকরণের।

২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা যখন ‘এথনিক ওয়ার’-র চূড়ান্ত পর্যায়ে, তখনই এলটিটিই প্রধানের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার হাজার হাজার তামিল বাসিন্দার হত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধেরর মামলা করতে চেয়েছিল বহু রাজনৈতিক দল। এরপর সময় গড়িয়েছে। বর্তমান সময়ে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। ঠিক সেই সময় প্রকাশ্যে আনা হল প্রভাকরণের জীবিত থাকার খবর। এপ্রসঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন এমপি শিবজিলিঙ্গমের বলেন, যে দেহ পাওয়া গিয়েছিল সেটি যে প্রভাকরণের তা শ্রীলঙ্কার সরকার চিহ্নিত করতে পারেনি। ফলে তাঁর বেচে থাকার খবরে শিলমোহর দিচ্ছেন প্রাক্তন সাংসদও।
