Sunday, November 9, 2025

টেট এর ধাঁচে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা : মুখ্যসচিব

Date:

এবছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এই দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে এবারের পরীক্ষার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্কতা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে যেভাবে টেট পরীক্ষা হয়েছিল, সেই একই ধাঁচে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সামলানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখতে হবে। বিশেষভাবে প্রশ্নপত্রের সুরক্ষা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশকে বিশেষভাবে নজর দিতে বলেন তিনি। পাশাপাশি পরীক্ষা নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলাগুলি থেকেই কৈফিয়ত তলব করা হবে বলেও এদিনের বৈঠকে জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যসচিব।

ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রাজ্য জুড়ে কীভাবে হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে দেওয়া হবে বলেও স্কুলগুলিকে বিশেষভাবে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

অন্যদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষা কেন্দ্রে সিসিটিভিকে ব্যবহার করবে। এই জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সবমিলিয়ে পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থাকেও এবার আঁটোসাঁটো করা হচ্ছে নবান্নের নির্দেশে।সবমিলিয়ে কোভিড পরবর্তী সময়ে সুষ্ঠভাবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ।

 

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version