Friday, November 14, 2025

সরকারি নথি থেকেই ‘উধাও’ আম্বেদকরের পদত্যাগপত্র! প্রশ্নের মুখে কেন্দ্রের ‘উদাসীনতা’

Date:

সরকারি নথি (Government Official Documents) থেকে উধাও স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী বি আর আম্বেদকরের (Law Minister B R Ambedkar) পদত্যাগপত্র (Resignation Letter)। হ্যাঁ, সম্প্রতি এমন খবরই প্রকাশ্যে এসেছে। আর এই খবর সামনে আসার পরই শুরু হয়েছে চর্চা। সম্প্রতি রাষ্ট্রপতির সচিবালয় (President Secretariat) কেন্দ্রীয় তথ্য কমিশনকে (Central Information Comission) লিখিতভাবে নিশ্চিত করেছে বহু খোঁজাখুঁজি করলেও আম্বেদকরের ওই নথিটি খুঁজে পাওয়া যায়নি। তবে কীভাবে এমন একজন বিশিষ্ট মানুষের এত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় সরকারের দফতর থেকে একেবারেই উধাও হয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।

উল্লেখ্য, ২০০৫ সালের তথ্যের অধিকার আইনের (Right to Information) অধীনে দায়ের করা একটি মামলার পিটিশন (Petition) থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক আবেদনকারী রাষ্ট্রপতির সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রী পরিষদের সচিবালয়ে চিঠি লিখেছিলেন। তিনি মূলত বি আর আম্বেদকারের পদত্যাগের কারণ জানার জন্যই এই আবেদন করেন। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয় সেই পদত্যাগ পত্রটি হারিয়ে গিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি মন্ত্রী পরিষদের সচিবালয়ে স্থানান্তরিত করে এবং তারপরই সাফ জানিয়ে দেওয়া হয় ১৯৫১ সালের ১১ অক্টোবর আম্বেদকারের আইনমন্ত্রী হিসাবে সরকারিভাবে কার্যকালের মেয়াদ শেষ হয়। তবে ঠিক কবে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি কেন্দ্র। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সচিবালয়ের প্রধান তথ্য আধিকারিক সাফ জানিয়ে দেন এই বিষয়ে অন্য কোনও তথ্য অফিসে উপলব্ধ নেই।

তবে এরপরই সঠিক তথ্য না পেয়ে কেন্দ্রীয় ৩টি দফতরের বিরুদ্ধে কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আম্বেদকারের পদত্যাগপত্র পিএমও (PMO) বা রাষ্ট্রপতির সচিবালয়ের নথিতে থাকা উচিত কিন্তু তা খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

 

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version