লক্ষ্য বিধানসভা, প্রচারে ঝড় তুলতে বুধে মেঘরাজ্যে অভিষেক

মেঘালয়ে প্রচারের গিয়ে সেখানে বেশ কিছু দিন থাকতে পারেন অভিষেক। মেঘরাজ্যে একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক বৈঠকও করতে পারেন তিনি।

২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচন (Assembly Election)। এখন মেঘরাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। এই পরিস্থিতিতে সেখানে জয়ের বিষয়ে আশাবাদী জোড়ফুল শিবির। ১৫ তারিখ সেখানে সভা ও রোড করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বিজেপির সঙ্গে থাকলেও কনরাড সাংমার ন্যাশনাল পিপিলস পার্টি বা NPP একাই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৬০টির মধ্যে ৫৮টি আসনে প্রার্থী দিয়েছে তারা। NPP-র নেতা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma) বেশ চাপে। এই পরিস্থিতিতে ক্ষমতা দখলের নিয়ে আশাবাদী তৃণমূল।

মেঘালয়ে প্রচারের গিয়ে সেখানে বেশ কিছু দিন থাকতে পারেন অভিষেক। মেঘরাজ্যে একাধিক জনসভা, রোড শো এবং সাংগঠনিক বৈঠকও করতে পারেন তিনি।

 

Previous articleজামিনের আবেদন খারিজ, পার্থর ফের হাজতবাস
Next articleআকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের