Saturday, May 3, 2025

বিজেপির ভয়ের কিছু নেই, ভিত্তিহীন প্রচার বিরোধীদের: আদানি ইস্যুতে মুখ খুললেন শাহ

Date:

আদানি ইস্যুতে(Adani) জাতীয় রাজনীতি যখন তোলপাড়। আদানির সংস্থার বাড়বাড়ন্তের পিছনে খোদ মোদি সরকারের(Modi Govt) হাত রয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। ঠিক সেই সময় প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। স্পষ্ট ভাষায় এদিন শাহ জানালেন, সুপ্রিমকোর্টে(Supreme Court) বিচারাধিন একটি বিষয় নিয়ে আমি মুখ খুলতে চাই না তবে আদানি ইস্যুতে বিজেপির ভয় পাওয়ার কিছু নেই লুকোনোরও কিছু নেই।

মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। মন্ত্রী হিসাবে এই নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে আদানি প্রসঙ্গে বিজেপি কিছুই লুকোতে চায় না। কোনও কিছুতেই বিজেপির ভয়ের কারণ নেই।” উল্লেখ্য, মোদি জমানায় রকেটের মতো সম্পত্তি বৃদ্ধি হয়েছে আদানি গোষ্ঠীর। ২০১৪ সালের পর থেকে ম্যাজিকের মতো আদানির এই সম্পত্তি বৃদ্ধির পিছনে খোদ মোদি সরকারের হাত রয়েছে বলে সংসদে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদেও এই ইস্যুতে একটি শব্দ খরচ করতে দেখা যায়নি নরেন্দ্র মোদিকে। এহেন পরিস্থিতির মাঝে এবার এই ইস্যুতে মুখ খুললেন অমিত শাহ।

এদিকে শীর্ষ আদালতে আদানি নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকার ও সেবিকে। শেয়ার বাজারে ধস নামার নেপথ্য কারণ কী, হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকে কী পদক্ষেপ করা হয়েছে। এমনই বেশ কিছু প্রশ্ন করে শীর্ষ আদালত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে কেন্দ্র। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version