Sunday, August 24, 2025

সাগরদিঘির বিজেপি প্রার্থীর সম্পত্তি ৪৩ কোটি টাকার বেশি! পরিসংখ্যানে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

বিভিন্ন সময় সম্পত্তি নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে বঙ্গ বিজেপি। কিন্তু সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে দলীয় প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ দেখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। চোখ কপালে ভোটারদেরও। সাগরদিঘি আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ধনীতম বিজেপির (BJP) দিলীপ সাহা (Dilip Saha)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি।

শুধু উপনির্বাচনের প্রার্থী হিসেবেই নয়, গত বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থীদেও টপটে গিয়েছেন দিলীপ। ২০২১ সালে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন নলহাটির তাপস যাদব। মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৬৭৪ টাকা। তাঁকেও পিছনে ফেলে দিলীপের সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৯৩ টাকা।

একনজরে দিলীপের সম্পত্তি (টাকার অঙ্কে)

অস্থাবর সম্পত্তি- ৪,২৯,০৮,৮৪২.৪৮
স্থাবর সম্পত্তি- ২৮,৭৫,০০,০০০.০০
দিলীপের স্ত্রীর অস্থাবর সম্পত্তি- ২,০২,১৫,৫১২.৪০
সুস্মিতা সাহার স্থাবর সম্পত্তি ৬,৫০,০০,০০০.০০
পুত্র সুমন সাহার অস্থাবর সম্পত্তি ৯৫,০৬,৬৫৫.৪৩
কন্যা স্নেহা সাহার অস্থাবর সম্পত্তি ৯১,৩৯,২৮৪.৬৩ টাকা
মোট ৪৩ কোটি ৪২ লাখের উপরে

অস্বস্তি ঢাকতে বিজেপির দাবি, ‘‘গোটাটাই তো ঘোষিত সম্পত্তি। দিলীপ সাহার পারিবারিক ব্যবসা রয়েছে। সব সম্পত্তি দেখিয়েছেন বলেই পরিমাণ জানা গিয়েছে।‘‘ তবে, গত বিধানসভা নির্বাচনে দলের ধনী প্রার্থীদের প্রথম ১২ জনই হেরেছিলেন। এটাই ভাবচ্ছে পদ্ম শিবিরকে। এদিকে, বাঁকুড়ার ইন্দাসের বিজেপির নির্মল ধারার হাতে ছিল মাত্র নগদ ১,৭০০ টাকা। তিনি জিতে ছিলেন।

 

 

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version