Sunday, November 9, 2025

সাগরদিঘির বিজেপি প্রার্থীর সম্পত্তি ৪৩ কোটি টাকার বেশি! পরিসংখ্যানে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

বিভিন্ন সময় সম্পত্তি নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে বঙ্গ বিজেপি। কিন্তু সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে দলীয় প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ দেখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। চোখ কপালে ভোটারদেরও। সাগরদিঘি আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ধনীতম বিজেপির (BJP) দিলীপ সাহা (Dilip Saha)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি।

শুধু উপনির্বাচনের প্রার্থী হিসেবেই নয়, গত বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থীদেও টপটে গিয়েছেন দিলীপ। ২০২১ সালে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন নলহাটির তাপস যাদব। মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৬৭৪ টাকা। তাঁকেও পিছনে ফেলে দিলীপের সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৯৩ টাকা।

একনজরে দিলীপের সম্পত্তি (টাকার অঙ্কে)

অস্থাবর সম্পত্তি- ৪,২৯,০৮,৮৪২.৪৮
স্থাবর সম্পত্তি- ২৮,৭৫,০০,০০০.০০
দিলীপের স্ত্রীর অস্থাবর সম্পত্তি- ২,০২,১৫,৫১২.৪০
সুস্মিতা সাহার স্থাবর সম্পত্তি ৬,৫০,০০,০০০.০০
পুত্র সুমন সাহার অস্থাবর সম্পত্তি ৯৫,০৬,৬৫৫.৪৩
কন্যা স্নেহা সাহার অস্থাবর সম্পত্তি ৯১,৩৯,২৮৪.৬৩ টাকা
মোট ৪৩ কোটি ৪২ লাখের উপরে

অস্বস্তি ঢাকতে বিজেপির দাবি, ‘‘গোটাটাই তো ঘোষিত সম্পত্তি। দিলীপ সাহার পারিবারিক ব্যবসা রয়েছে। সব সম্পত্তি দেখিয়েছেন বলেই পরিমাণ জানা গিয়েছে।‘‘ তবে, গত বিধানসভা নির্বাচনে দলের ধনী প্রার্থীদের প্রথম ১২ জনই হেরেছিলেন। এটাই ভাবচ্ছে পদ্ম শিবিরকে। এদিকে, বাঁকুড়ার ইন্দাসের বিজেপির নির্মল ধারার হাতে ছিল মাত্র নগদ ১,৭০০ টাকা। তিনি জিতে ছিলেন।

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version