Friday, August 22, 2025

বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন, পার্থ ধ্বংস করেছেন : খোঁচা ইডির

Date:

বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  খোঁচা ইডির আইনজীবীর। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানির সময় ইডির আইনজীবী আদালতে পার্থকে স্মরণ করিয়ে দিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। এদিন শুনানির শুরুতেই কটাক্ষ করে দু’টি তারিখের উল্লেখ করেন তিনি। প্রথমটি, ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি, ১৯৫২ সালের ৬ অক্টোবর।  অর্থাৎ ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৯৫২ সালের ৬ অক্টোবর জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,  ওই দু’দিন দু’জন মহান পুরুষ জন্মেছিলেন। এক জন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্যজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। যিনি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এক জন শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্যজন ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে পার্থের আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব বলেন, বিদ্যাসাগর অসামান্য কাজ করেছেন ঠিকই। কিন্তু পার্থ কী করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছেন?  শুনানিতে এই দিনও আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়।ব্যাঙ্কশাল আদালতে পার্থের আইনজীবী বলেন, এটা সংগঠিত অপরাধ নয়। আর্থিক তছরুপের মামলা শুধুমাত্র ইডি তদন্ত করতে পারে। আমরা জামিনের আবেদন করেছি।

উল্লেখ্য, এখনও জেল-মুক্তি হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি তাঁকে গ্রেফতার করার পর, প্রথমে ইডি হেফাজত ও পরে জেল হেফাজত হয়। পরবর্তীতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল। সেই মামলায় ফের জেল হেফাজত হয় পার্থর। আর অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা।সেই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না,  সেটা নিয়েও তদন্ত করছেন ইডি আধিকারিককরা।

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version