Thursday, August 21, 2025

বীরদের আত্মবলিদান ভুলব না: পুলওয়ামার রক্তাক্ত স্মৃতি স্মরণ মোদির

Date:

২০১৯ সালে আজকের দিনে জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) পুলওয়ামার(Pulwama) ঘটেছিল ভয়াবহ জঙ্গি হামলা(Terror Attack)। ১৪ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত স্মৃতি স্মরণ করে টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। টুইটারে লিখলেন, বীরদের আত্মবলিদান আমরা কখনও ভুলব না।

পুলওয়ামা জঙ্গি হামলার ভয়াবহ সেই স্মৃতি স্মরণ করে মঙ্গলবার টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “পুলওয়ামা হামলায় এইদিনে আমরা, আমাদের বীরদের হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।” উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ক্যাম্প থেকে সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। যার জেরে শহিদ হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভয়াবহ এই হামলায় প্রেমের দিনে দেশে নেমে আসে শোকের ছায়া।

এই দিন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। জানা যায়, ঘটনার দিন একটি আন্তর্জাতিক সংস্থার টিভি শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। এই নৃশংস জঙ্গি হামলার খবর পাওয়া সত্ত্বেও উদ্যোগ নেওয়া তো দূরের কথা নির্বাচনের আগে আত্মপ্রচারের জন্য এই শ্যুটিং চালু রাখেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয় দেশে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version