ফিরছে অ্যান্টেনার নস্টালজিয়া! টিভি দেখানোর নয়া পরিকল্পনা কেন্দ্রের

অ্যান্টেনা সরিয়ে কেবল, তারপর সেট টপ বক্স- ভারতীয় টেলিভিশন জগতে একের পর এক বিবর্তন। এবার সেট টপ বক্সকেও (Set Top Box) টা টা-বাইবাই করে আবার অ্যান্টেনায় (Antenna ) ফিরতে চাইছে কেন্দ্র! অন্তত এমনাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

প্রযুক্তিতে বদল করে এবার থেকে সেট টপ বক্স ছাড়াই টিভিতে ২০০টির বেশি চ্যানেল দেখা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এর জন্য প্রত্যেক টেলিভিশন সেটে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার লাগাতে হবে। আর বাড়ির ছাদে ফের লাগাতে হবে সেই অ্যান্টেনা। অনুরাগ ঠাকুর জানান, এবিষয়ে চিন্তাভাবনা চলছে। টিভিতেই যদি বিল্ট-ইন স্যাটেলাইট থাকে তাহলে আর সেট টপ বক্স লাগবে না। রিমোট ঘোরালেই ২০০র বেশি চ্যানেল দেখা যাবে। যদিও পুরোটাই রয়েছে পরীক্ষামূলক স্তরে। আপাতত টিভিতে বিল্ট ইন টিউনার স্যাটেলাইট ইনস্টল করার কাজ চালাচ্ছে কেন্দ্র।

আটের দশকের নস্টালজিয়া টিভির অ্যান্টেনা। কখনও জোরে হাওয়া চ্যানেল ঝিরঝির। আবার কখনও অ্যান্টেনায় কাক, টিভির পর্দায় ছবি নাচচ্ছে। তবে, এবার সেই স্মৃতি ফিরবে কি না তা এখনও স্পষ্ট নয়।

Previous articleভ্যালেন্টাইন্স ডে তে চাই ১৫ হাজার টাকা! দাবি না মেটানোয় স্বামীর মাথা ফা*টালেন স্ত্রী?
Next articleরঞ্জি ফাইনালে নামার আগে কী বললেন বাংলার অধিনায়ক মনোজ?