Thursday, August 28, 2025

বৃহস্পতিবার ইডেনে বসছে রঞ্জি ট্রফির ফাইনালের আসর। ফাইনালে বাংলার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে ওঠেন মনোজ তিওয়াড়িরা। ফাইনালে বদলারই ম্যাচ মনোজদের সামনে। তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। সেই ম‍্যাচটি হয়েছিল সৌরাষ্ট্রে। এবার ইডেনে হবে ফাইনাল। বাংলার ঘরের মাঠে ইতিহাস লিখতে মুখিয়ে মনোজ তিওয়াড়ি। তৈরি বদলা নিতেও। তবে বদলা নয় বরং সাধারণভাবেই এই ম‍্যাচকে দেখছেন বাংলার অধিনায়ক।

এদিন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি বলেন,”আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পার করতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে। রঞ্জি জয় আমাদের স্বপ্ন। সেটাই এখন লক্ষ‍্য। সৌরাষ্ট্র ভালো দল। আমরাও তৈরি।”

৩৩ বছর পর বাংলার সামনে ঘরের মাঠে শিরোপা জয়ের বড় সুযোগ। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন মনোজ। তিনি বলেন,” অতীত নিয়ে কোনও কথাই আমরা ভাবছি না। এই নিয়ে কোনও আলোচনাও করছি না আমরা দলের ভিতর। কেউ আলোচনা করলে তাকে থামিয়ে দিচ্ছি। কারণ আমরা চাই না, এই নিয়ে কিছু আলোচনা হোক। আমাদের সামনে এটা একেবারে নতুন লড়াই। যেটাতে জিততেই হবে। আমাদের একটাই লক্ষ‍্য ট্রফি জয়।”

এবার রঞ্জির ট্রফির শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স বাংলার। আর এর কৃতিত্ব পুরো দলকে দিলেন অধিনায়ক মনোজ। তিনি বলেন, “একটা টিম যখন চ‌্যাম্পিয়ন হতে গেলে, এক-দু’জন নয়, আট-ন’জন খেলোয়াড় একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করে। আমাদের বোলাররা ভালো খেলছে। ব্যাটিং অর্ডারও ভালো ছন্দে রয়েছে। এই টিম গেম যদি ফাইনালেও খেলতে পারি, তবে তার ফলও পাব।”

আরও পড়ুন:এমবাপেকে নিয়ে বড় মন্তব্য আর্জেন্তাই গোলরক্ষক মার্টিনেজের

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version