Monday, August 25, 2025

পিএসজিতে সময় ভালো যাচ্ছে না নেইমারের।দুদিন আগেই ম্যাচ হেরে মেজাজ হারিয়ে দলের মালিকের সঙ্গেই বচসায় জড়ান।ফের গুঞ্জন মরসুম শেষেই নেইমারকে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি।যদিও এর আগেও ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে এমন খবর ছড়িয়েছিল।ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’র দাবি, শুধু নেইমার নয়, মেসিকেও নাকি ছেড়ে দিতে পারে পিএসজি।

মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথা চলছে পিএসজির—এ খবর নতুন নয়।আর্জেন্টাইন তারকা বিশ্বকাপ জয়ের পর থেকেই এই নতুন চুক্তি নিয়ে কথা শুরু হয়েছে। মেসির চুক্তি নতুন করে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুই পক্ষই এবারের চ্যাম্পিয়নস লিগে ক্লাবের ভাগ্য জানার অপেক্ষায় আছে।
বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমারকে দলবদলের রেকর্ড ফি–তে দলে নিয়েছিল পিএসজি। একই ক্লাব ছেড়ে ২০২১ সালে প্যারিসে নেইমারের সতীর্থ হন মেসি। চ্যাম্পিয়নস লিগে আগামিকাল শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ক্লাবটি জলের মতো টাকা খরচ করে মেসি-নেইমার ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের নিয়ে দল সাজিয়েছে। ঘরোয়া পর্যায়ে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি পিএসজি।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিএসজির মালিকপক্ষ চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে বিরক্ত। গত জুনেই এ নিয়ে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘আমাদের সম্ভবত এমন দামি তারকার দরকার নেই।চমক দেখানোর যুগ শেষ হয়েছে।’
নেইমারের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। ২০১৯ সালে নেইমার প্যারিস ছাড়তে চাওয়ার পরও তাঁর সঙ্গে চুক্তি নবিকরণ করেছে ক্লাব। কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে পিএসজির হয়ে সেভাবে ভালো খেলতে পারছেন না নেইমার। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ‘দোহায় পিএসজির কর্তারা মিলে নেইমারের ভবিষ্যৎ ঠিক করেছেন।সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মরসুম শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে তাঁর খারাপ পারফরম্যান্স এবং সতীর্থদের সঙ্গে আচরণ এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোস গত মরসুম শেষেই জানিয়েছিলেন, কিছু খেলোয়াড়কে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাব। শনিবার রাতে মোনাকোর কাছে পিএসজির ৩-১ গোলে হারের পর লুইস কাম্পোসের সঙ্গে কথা–কাটাকাটি হয় নেইমারের। পিএসজির দুই খেলোয়াড় ভিতিনহা ও উগো একিতেকেরও সমালোচনা করেন ব্রাজিলিয়ান তারকা।সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে পিএসজি নেইমারকে ছেড়ে দিলে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না।

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version