Sunday, November 16, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক পুত্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির

Date:

বাবার বিরুদ্ধেও জারি হয়েছিল লুক আউট নোটিশ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের  ছেলে সৌভিকের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করল ইডি৷এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে সার্কুলারের বিষয়ে জানাল ইডি ।

এর আগেও ইডির তরফে একাধিকবার জানানো হয়েছিল শৌভিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি যাতে তদন্তকারীদের নজর এড়িয়ে অন্যত্র চলে যেতে না পারেন, দেশের বাইরে গা ঢাকা দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

গত ৭ ডিসেম্বর নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছিল ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই চার্জশিটে মানিক ছাড়াও আরও পাঁচ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও ২টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে পেশ করা চার্জশিটে দাবি করে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্য বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নিতেন। মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও আদালতে তথ্য প্রমাণ পেশ করে ইডি। এরই মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করে ইডি।মূলত ধৃত তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই মানিক-পুত্রের দুই সংস্থা তদন্তকারীদের তদন্তের আওতায় আসে। ওই দুই সংস্থার মাধ্যমে বেশ কিছু বেআইনি আর্থিক লেনদেনেরও প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই লুক আউট নোটিশের প্রতিলিপি শুধুমাত্র এয়ারপোর্ট অথরিটিকে নয়, স্থল ও জলবন্দরের কর্তাদের কাছে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের প্রতিলিপি।

 

 

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version