Tuesday, May 13, 2025

বাবার বিরুদ্ধেও জারি হয়েছিল লুক আউট নোটিশ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের  ছেলে সৌভিকের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করল ইডি৷এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে সার্কুলারের বিষয়ে জানাল ইডি ।

এর আগেও ইডির তরফে একাধিকবার জানানো হয়েছিল শৌভিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি যাতে তদন্তকারীদের নজর এড়িয়ে অন্যত্র চলে যেতে না পারেন, দেশের বাইরে গা ঢাকা দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

গত ৭ ডিসেম্বর নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছিল ইডি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই চার্জশিটে মানিক ছাড়াও আরও পাঁচ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত মানিকের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ছাড়াও ২টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে পেশ করা চার্জশিটে দাবি করে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্য বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নিতেন। মানিকের স্ত্রীর সঙ্গে এক মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও আদালতে তথ্য প্রমাণ পেশ করে ইডি। এরই মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেফতার করে ইডি।মূলত ধৃত তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই মানিক-পুত্রের দুই সংস্থা তদন্তকারীদের তদন্তের আওতায় আসে। ওই দুই সংস্থার মাধ্যমে বেশ কিছু বেআইনি আর্থিক লেনদেনেরও প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই লুক আউট নোটিশের প্রতিলিপি শুধুমাত্র এয়ারপোর্ট অথরিটিকে নয়, স্থল ও জলবন্দরের কর্তাদের কাছে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের প্রতিলিপি।

 

 

Related articles

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল।...
Exit mobile version