Sunday, January 11, 2026

২৪ ঘণ্টা পেরলেও মিলল না নিস্তার! বিবিসির অফিসে ‘সমীক্ষা’ জারি আয়কর দফতরের

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) তথ্যচিত্র (Documentary) ঘিরে বিজেপির (BJP) আপত্তির মধ্যেই বিবিসির (BBC) অফিসে আয়কর দফতরের ‘সমীক্ষা’ ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর তল্লাশি চলার পর বুধবারও দিল্লি (Delhi) ও মুম্বাই (Mumbai) অফিসে চলছে আয়কর হানা (Income Tax Raid)। মঙ্গলবারই আয়কর দফতরের আধিকারিকরা সাংবাদিকদের ফোন (Mobile Phone) ও ল্যাপটপ (Laptop) বাজেয়াপ্ত (Seized) করে। যদিও তল্লাশি শুরু হওয়ার ঘণ্টা ছয়েক পরে কর্মচারীদের অফিস থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়। তবে তাঁদের প্রত্যেকের ল্যাপটপগুলি (Laptops) স্ক্যান করার পরই মেলে নিস্তার। সূত্রের খবর, কিছু কর্মচারীর সঙ্গে আইটি কর্মকর্তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পাশাপাশি সংবাদ সংস্থাটির আর্থিক বিষয়ক ইলেকট্রনিক (Electronics) এবং কাগজের নথির প্রতিলিপি করা হচ্ছে।

তবে করফাঁকি মামলায় কারচুপির অভিযোগেই বিবিসির অফিসে সমীক্ষা চালাচ্ছে আয়কর দফতর। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি করা বিবিসির তথ্যচিত্রকে ভারত সরকারের নিষিদ্ধ করার প্রেক্ষিতে এই আয়কর অভিযান ঘিরে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। তবে বিবিসির এক সাংবাদিক জানান, তাঁদের ল্যাপটপে লগ ইন করতে বলা হয়। তারপর ডেস্কটপে সার্চ অপশনে গিয়ে TAX শব্দটি লিখে সার্চ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিবিসির দিল্লির দফতরে হাজির হন কমপক্ষে ১৫ জন আয়কর অধিকর্তা। শুরু হয় ‘সমীক্ষা’র কাজ। তবে মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার সকালেও সেই ‘সমীক্ষা’ শেষ হয়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, আয়কর দফতরের আধিকারিকরা বিবিসির আর্থিক বিষয়ক বিভাগের পদাধিকারীদের সঙ্গে কথা বলেন।

তবে বিবিসির অফিসে আয়কর দফতরের ‘সমীক্ষা’ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশ। বিরোধীদের অভিযোগ, মোদিকে নিয়ে সমালোচনামূলক তথ্যচিত্র তৈরি করারই মাসুল দিতে হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সংবাদমাধ্যমকে। তবে এভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে সংবাদমাধ্যমকে হেনস্থা ‘অত্যন্ত পীড়াদায়ক’ বলেই মোদি সরকারের সমালোচনা করেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া।

 

 

spot_img

Related articles

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...