Sunday, August 24, 2025

রাজ্যে গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ। বিজেপির রক্ত চক্ষু। গত কয়েক বছরে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন বিজেপির শাসনে গণতন্ত্র ভু-লুণ্ঠিত। বিজেপির গুণ্ডাদের তাণ্ডবে জঙ্গল রাজ্যের রূপ নিয়েছে ত্রিপুরা। স্থানীয় পৌরনিগম ও নগর পঞ্চায়েতে ভোটের নামে প্রহসন হয়েছে। আক্রান্ত হয়েছে বিরোধী নেতা-কর্মীরা। রাজনৈতিক ভাবে পেরে না উঠে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। রাজ্য পুলিশও বিজেপির হাতে আক্রান্ত। মহিলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ। তৃণমূল-সহ বিরোধীদের লাগাতার অভিযোগের পর বিধানসভা ভোটে আইন-শৃঙ্খলার প্রশ্নে কিছুটা হলেও কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির থেকে মুখ ফিরিয়েছে ত্রিপুরা পুলিশও। আর তাতেই বিশেষ কলকাঠি নাড়াতে পারছে না গেরুয়া শিবিরি ক্যাডাররা।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ এবং সিআরপিএফ ও কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে গুজরাত ও অসম পুলিশকে দিয়ে ত্রিপুরা নির্বাচন করাতে চাইছে বিজেপি। এমনই অভিযোগ করছে সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষান সভা। অবিলম্বে এহেন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে তারা। প্রতিটি বামপন্থী কৃষক সংগঠনকে বলা হয়েছে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষি ব্যবস্থা কতটা দুর্বিষহ, তার বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করতে হবে। প্রয়োজনে সবিস্তার তথ্য ছড়িয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়।

এই পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, এটি নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন ইয়েচুরি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version