Wednesday, May 21, 2025

নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে কলকাতার ধাবার মালিক মনজিৎ!

Date:

নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন কলকাতার ধাবার মালিক মনজিৎ সিংহ গ্রেওয়াল। বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে আয়কর এবং জমি সংক্রান্ত সমস্ত নথি নিয়ে ইডির সদর দফতরে পৌঁছে যান তিনি। কলকাতার বালিগঞ্জ থেকে নগদ উদ্ধারের ঘটনায় মনোজিৎ-কে তলব করে ইডি। সময় ছিল সকাল এগারোটা। তাঁর আধঘণ্টা আগেই নির্দিষ্ট নথি নিয়ে পৌঁছে যান মনজিৎ।

আরও পড়ুন:বালিগঞ্জে নির্মাণকারী সংস্থায় হানা ইডির, উদ্ধার ১ কোটি টাকার বেশি

গত ৯ ফেব্রুয়ারি বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থা ‘গজরাজ গ্রুপে’র কার্যালয়ে অভিযান চালিয়ে ১ কোটিরও বেশি নগদ উদ্ধার করে ইডি। ইডি সূত্রে দাবি, সেই সংস্থার সঙ্গে মনজিৎ-এর যোগসূত্র রয়েছে। তাই তাঁকে দিল্লিতে সদর দফতরে তলব করা হয়। সেই অনুযায়ী বুধবার হাজিরা দেন মনজিৎ। কেন্দ্রীয় এজেন্সির কাছে জমা দেওয়ার জন্য গত তিন থেকে পাঁচ বছরের আয়কর রিটার্ন, বিনিয়োগ এবং অতিথিশালার জমি সংক্রান্ত তথ্য এবং নথিও সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। ইডির দফতরে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনজিৎ জানান, তিনি সমস্ত নথি নিয়ে এসেছেন।পাশাপাশি তিনি এও জানান, গজরাজের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
তবে, নির্ধারিত সময়ের আগেই পৌঁছনোর জন্য ইডি অফিসের রিসেপশনে মনজিৎকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তার পর তাঁকে অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়।

 

 

Related articles

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...
Exit mobile version