Thursday, December 18, 2025

ত্রিপুরা: অসম-গুজরাতের পুলিশ দিয়ে ভোট করানোর ছকে বিজেপি!

Date:

Share post:

রাজ্যে গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ। বিজেপির রক্ত চক্ষু। গত কয়েক বছরে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন বিজেপির শাসনে গণতন্ত্র ভু-লুণ্ঠিত। বিজেপির গুণ্ডাদের তাণ্ডবে জঙ্গল রাজ্যের রূপ নিয়েছে ত্রিপুরা। স্থানীয় পৌরনিগম ও নগর পঞ্চায়েতে ভোটের নামে প্রহসন হয়েছে। আক্রান্ত হয়েছে বিরোধী নেতা-কর্মীরা। রাজনৈতিক ভাবে পেরে না উঠে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। রাজ্য পুলিশও বিজেপির হাতে আক্রান্ত। মহিলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ। তৃণমূল-সহ বিরোধীদের লাগাতার অভিযোগের পর বিধানসভা ভোটে আইন-শৃঙ্খলার প্রশ্নে কিছুটা হলেও কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপির থেকে মুখ ফিরিয়েছে ত্রিপুরা পুলিশও। আর তাতেই বিশেষ কলকাঠি নাড়াতে পারছে না গেরুয়া শিবিরি ক্যাডাররা।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএসএফ এবং সিআরপিএফ ও কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে গুজরাত ও অসম পুলিশকে দিয়ে ত্রিপুরা নির্বাচন করাতে চাইছে বিজেপি। এমনই অভিযোগ করছে সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষান সভা। অবিলম্বে এহেন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে তারা। প্রতিটি বামপন্থী কৃষক সংগঠনকে বলা হয়েছে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষি ব্যবস্থা কতটা দুর্বিষহ, তার বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করতে হবে। প্রয়োজনে সবিস্তার তথ্য ছড়িয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়।

এই পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, এটি নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন ইয়েচুরি।

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...