Thursday, November 13, 2025

হায়দরাবাদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

Date:

গতকাল হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। এই হারের ফলে ১৮ ম‍্যাচে ২৮ পয়েন্ট পঞ্চম স্থানে জুয়ান ফেরান্দোর দল। ম‍্যাচ হেরে বাগান কোচ বলেন, তিন পয়েন্ট হারানোটা খুবই হতাশাজনক।

ম‍্যাচ শেষে জুয়ান সাংবাদিক সম্মেলনে,”আমাদের এতজন ফুটবলার চোট-আঘাতে জর্জরিত যে, পরিকল্পনা বদলাতে হয়। হায়দরাবাদকে অভিনন্দন দ্বিতীয় স্থান সুনিশ্চিত করার জন্য। ওগবেচে সত্যিই অসাধারণ ফুটবলার। ওই সময়ে গোল খেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তিন পয়েন্ট খোয়ানোটা খুবই হতাশাজনক। তবে হায়দরাবাদ যে যথেষ্ট ভালো দল, তা তো মেনে নিতেই হবে। ওরা দু’মরশুম ধরে সবাই একসঙ্গে খেলছে। ওদের মধ্য বোঝাপড়া, তালমেল সব কিছুই ভাল। ”

এখানেই না থেমে জুয়ান আরও বলেন,”আজ আমাদের হাতে ১৯-২০ জন ফুটবলার ছিল। শুভাশিস, হুগো, কার্লকে পাইনি। আরও কত চোট-আঘাত আগে লেগেছে, তাও মনে করুন। চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে কার্যত আরও একটি দল গড়ে ফেলা যায়। একটা দলকে নিয়ে প্রস্তুতি সারার পর ৬-৭জন চোটের জন্য যদি বসে যায়, তা হলে কার্যত অন্য দল নিয়ে খেলতে হয়। কিন্তু ফুটবল এমনই।”

টানা তিনটি ম্যাচের একটিতেও কোনও জয় নেই সবুজ-মেরুনের। এই নিয়ে তিনি বলেন, “ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে, এখন পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে। আমাদের পরিস্থিতি কঠিন, আরও চারটে দল আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এসব ভেবে শক্তিক্ষয় করার কোনও মানে হয় না। আমাদের হাতে মাত্র দু’-তিনদিন আছে। পরের ম্যাচ শনিবার। সমর্থকদের আমরা হতাশ করেছি। কিছু কিছু সময় চোট-আঘাতের সমস্যার জন্য আমরা সাফল্য পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। এরকম কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রমাণ দিতে হবে।”

আরও পড়ুন:বাংলার অনুশীলনে হাজির ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কথা বললেন লক্ষ্মী-মনোজদের সঙ্গে

 

 

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version