Monday, August 25, 2025

GST-র প্রাপ্য দেয় না কেন্দ্র: প্রবল আক্রমণ মুখ্যমন্ত্রীর, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ

Date:

Share post:

বুধবারই বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। ঠিক তারপর দিনই জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

এদিন বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকেই কড়া ভাষায় কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন মমতা। একশ দিনের কাছ থেকে আবাস যোজনা সব ক্ষেত্রেই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের বকেয়া দিতে নিষেধ করছেন দিল্লিতে গিয়ে। তাঁরা প্রতিহিংসামূলক ভোটের রাজনীতি করছেন। মানুষ পরিষেবা পেলে তাদের পত্রিকার অস্ত্র ভোঁতা হয়ে যাবে। গ্রামীণ রাস্তা থেকে আবাস যোজনার টাকা না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেন, ‘”আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য–কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি’‌র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না। বলছে, আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের কাজে টাকা দেবে না। গরিব মানুষ কীভাবে আধার লিঙ্ক করবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে এবং মিথ্যা বলছে। ১০০ দিনের কাজে গ্রামের মানুষকে আধার লিঙ্ক করতে বলছে অনলাইনে। জীবনটাই অনলাইন করে দিতে চাইছে এরা। সব গ্রামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অথচ লিঙ্ক করতে বলছে। বিজেপি নেতাদের কথায় কেন্দ্র আমাদের কোনও টাকা দিচ্ছে না।’”

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। মোদি সরকারকে বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রয়েছে। সরকার পরিকল্পনা করলেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানকে অনুমোদন দিচ্ছে না। রাজ্যের মন্ত্রীরা দিল্লি গিয়ে এই নিয়ে কথা বলার পরও অনুমতি দেওয়া হয়নি।’”

মেদিনীপুরের সভা সেরে এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যান পুরুলিয়ায়। এরপর রাতেই বাঁকুড়ায় যাবেন মমতা। শুক্রবার সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান।

 

spot_img

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...