Saturday, November 8, 2025

Entertainment : টলিউড পরিচালকের মোবাইলে ‘বারাণসী জংশন’ ! বাংলায় আসছে রোমহ**র্ষক থ্রিলার

Date:

একটা গোটা ওয়েব সিরিজ (Web Series) মোবাইলে শুটিং করা কি মুখের কথা? অথচ বলিউডের (Bollywood) ঘরানাকেই প্রাধান্য দিলেন টলিউডের পরিচালক রিঙ্গো (Arnab Ringo Banerjee)। বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে থাকা একগুচ্ছ বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল থ্রিলার ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন'(Varanasi Junction) ।

মোবাইল এসে এখন ক্যামেরার চিন্তাভাবনাকে অনেকটাই বদলে দিয়েছে। বড় বড় ডকুমেন্টারি , সাংবাদিক সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই এখন এক ক্লিকে মোবাইল বন্দি। কিন্তু তাই বলে একটা গোটা সিরিজ মোবাইলে শুটিং করা তো আর সহজ কথা নয়। বলিউডে বিশাল ভরদ্বাজ (Vishal Bharadwaj), সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) যে কান্ড করে দেখিয়েছেন, একদম সেই পথেই হাঁটলেন বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় (Arnab Ringo Banerjee)।সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই।

জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্ম ‘বারাণসী জংশন’ (Varanasi Junction) দেখাবে বলে ঘোষণা করেছে। টানটান থ্রিলারের প্রতিমুহূর্তে রয়েছে উত্তেজনা আর বিপদের ঝুঁকি। ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া এবং এক মহিলা সাংবাদিকের তাঁকে খুঁজে বের করাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। সাংবাদিক কীভাবে দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য কাউকে সেই আদৌ খুঁজে পায় কিনা – এই সবকিছুর রহস্য ভেদ করবে ‘বারাণসী জংশন’।

বরাবর একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা রাখেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় । এই ওয়েব সিরিজে টলিউডের নামকরা নায়ক বা নায়িকাদের না নিয়ে তিনি একটি অন্য পথে হেঁটেছেন। গল্পের চাহিদা অনুযায়ী এই সিরিজে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। মোবাইলের শুটিং থেকে শুরু করে এই ওয়েব সিরিজের সম্পূর্ণ সফরটি আসলে রোলার কোস্টার, বলছেন স্বয়ং পরিচালক। আগামী মার্চ মাসে মুক্তি পেতে চলেছে এই টানটান থ্রিলার ‘বারাণসী জংশন’।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version