Thursday, August 21, 2025

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে হোটেল সমস্যায় ভারতীয় দল

Date:

আগামিকাল দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে হোটেল সমস্যায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি থাকছেন না দলের সঙ্গে। তার মধ্যেই ভারতীয় দলের হোটেল বদল করতে হয়েছে বলে খবর। সব মিলিয়ে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আলোচনায় ভারতীয় দলের হোটেল সমস্যা।

সূত্রের খবর, কোহলি দলের সঙ্গে হোটেলে থাকছেন না। গুরুগ্রামে তাঁর বাড়ি রয়েছে। সেখানেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এমনকি ফিরোজ শাহ কোটলার মাঠে নিজের গাড়িতেই যাতায়াত করছেন কোহলি। দলের সঙ্গে কোনও বিবাদ নয়, বরং পরিবারের সঙ্গে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে হোটেল বদলাতে বাধ্য হল ভারতীয় দল। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এর আগে দিল্লি গেলে ভারতীয় দল যে হোটেলে থাকত সেই হোটেলে এবার আর থাকছে না। বর্তমানে জি২০ সামিট ও বিয়ের মরশুম হওয়ায় হোটেলগুলির অধিকাংশ রুম বুক হয়ে গিয়েছে। সেই কারণে হোটেল বদলে দিল্লির অন‍্য হোটেলে রয়েছে ভারতীয় দল।

যদিও হোটেল বদলানো নিয়ে কোনও অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার, এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি বলেন, “হোটেলটি অসাধারণ এবং পরিষেবা খুবই ভালো। এমন পরিস্থিতি এড়ানো কঠিন ছিল আর সেই কারণে এই বদল।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে নেটে অতিরিক্ত পরিশ্রম বিরাটের

 

 

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version