Sunday, August 24, 2025

প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

আরও পড়ুন:তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী

কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু হয় জটু লাহিড়ীর।১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথম বার তিনি প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়ে ওই কেন্দ্র থেকেই বিধায়ক হন। ১৯৯৬ সালেও ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি।পরে তৃণমূলে যোগ দেন। ২০০১ সালেও তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে জয়লাভ করেন তিনি। তবে ২০০৬ সালে হেরে যান তিনি। কিন্তু ২০১১ এবং ২০১৬ সালে আবার বিধায়ক হন। হাওড়া পুরসভার কাউন্সিলরও ছিলেন তিনি। এরপর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।তবে বিজেপির হয়ে আর জিততে পারেননি। তারপর রাজনীতি থেকে বেশ খানিকটা দূরে সরে যান বর্ষীয়ান নেতা।
জুট লাহিড়ীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ রায়।তিনি বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’’

এদিন তাঁর মরদেহ নিয়ে আসা হবে বিধানসভায়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে বিদ্রোহী জটু লাহিড়ী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর থেকেই গেরুয়া শিবিরের সদস্য ছিলেন তিনি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version