Friday, December 19, 2025

ভোট দিলেন প্রাক্তন-বর্তমান মুখ্যমন্ত্রী, ত্রিপুরা জুড়ে বিজেপির বিরুদ্ধে স*ন্ত্রাসের অভিযোগ

Date:

Share post:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ত্রিপুরার ৬০টি আসনের ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। মহিলাদের ভিড় বিশেষ ভাবে নজর কাড়ছে।
বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনভর ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। এদিন সকাল সকাল ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। সকালেই নিজের বুথে গিয়ে ভোট দেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাও।

আরও পড়ুন:আজ ফের বিবিসির দফতরে আয়কর হানা

এদিকে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়ে ভোট হলেও ত্রিপুরা জুড়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। শান্তিরবাজার নিয়ে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।

বিরোধীদের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও ভোটারদের আটকানোর অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ভোটারদের আটকানোর অভিযোগ উঠেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরেও। প্রতিবাদে পথ আটকে অবরোধ করে বিরোধীরা।

 

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...