Saturday, January 10, 2026

ভোট দিলেন প্রাক্তন-বর্তমান মুখ্যমন্ত্রী, ত্রিপুরা জুড়ে বিজেপির বিরুদ্ধে স*ন্ত্রাসের অভিযোগ

Date:

Share post:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ত্রিপুরার ৬০টি আসনের ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। মহিলাদের ভিড় বিশেষ ভাবে নজর কাড়ছে।
বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনভর ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। এদিন সকাল সকাল ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। সকালেই নিজের বুথে গিয়ে ভোট দেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাও।

আরও পড়ুন:আজ ফের বিবিসির দফতরে আয়কর হানা

এদিকে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়ে ভোট হলেও ত্রিপুরা জুড়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। শান্তিরবাজার নিয়ে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।

বিরোধীদের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও ভোটারদের আটকানোর অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ভোটারদের আটকানোর অভিযোগ উঠেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরেও। প্রতিবাদে পথ আটকে অবরোধ করে বিরোধীরা।

 

 

spot_img

Related articles

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...