Monday, August 25, 2025

নিয়োগ দুর্নী*তিতে গ্রেফ*তার বাগদার ‘রঞ্জন’! ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত  

Date:

অবশেষে সিবিআইয়ের (CBI) জালে বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল (Chandan Mondal)। শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালেই নিজাম প্যালেসে (Nizam Palace) ডেকে পাঠানো হয় রঞ্জনকে। তারপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাগদার রঞ্জনকে গ্রেফতার করে সিবিআই। শুক্রবারই চন্দন মণ্ডলকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। আর সেখানেই দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতি চন্দন মণ্ডলকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দেন। তবে এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন ‘রঞ্জন’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিভ্রান্ত করছিলেন বলে খবর। আর তারপরই তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তবে এদিন শুধু রঞ্জনই নয়, পাশাপাশি এদিন চাকরি বিক্রির অভিযোগে আরও ৩ জন এজেন্টকে গ্রেফতার করেছে সিবিআই।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে এবার রঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কয়েক মাস আগেই চন্দন মণ্ডলের নাম সামনে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস (Upen Bishwas)। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চন্দনের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই-এর তদন্তে উঠে আসে, তাঁর সঙ্গে প্রভাবশালীদের যোগ ছিল। তাঁর ব্যাঙ্ক-আকাউন্ট (Bank Account) খতিয়ে দেখেই সন্দেহ তৈরি হয়। টাকার বিনিময়ে অনেক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রঞ্জনের বিরুদ্ধে।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন, নিয়োগ দুর্নীতির যে চক্র, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চন্দন মণ্ডলের। আদালতেও চন্দনের নাম জানিয়েছিলেন উপেন বিশ্বাস। চাকরি বিক্রির ক্ষেত্রে প্রসন্ন রায়ের মতো যে সব মিডলম্যান (Middleman) ছিলেন, তাঁদের মধ্যে চন্দন অন্যতম বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেকারণেই চন্দনকে জেরা করলে আসল তথ্য সামনে আসবে। পাশাপাশি তদন্তকারী সংস্থার যাঁদের বয়ান নিয়েছেন, তাঁদের অনেকের মুখেও চন্দনের নাম শোনা গিয়েছে।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version