Friday, August 22, 2025

মুখ্যমন্ত্রীর বাড়িতে আরও ক্যামেরা, নিরাপত্তা বাড়ল বিধানসভাতেও

Date:

বাড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নজরদারি চালানোর জন্য জরুরি একটি কন্ট্রোল রুম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহেই শেষ হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানোর কাজ।অন্যদিকে, ভুয়ো বিধায়কের পরিচয় দিয়ে এক ব্যাক্তির বিধানসভায় ঢুকে পড়ার ঘটনার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভা চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হল। প্রধান দু’টি গেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:তমলুক সাংগঠনিক জেলার নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে সৌজন্য বৈঠক কুণালের
প্রসঙ্গত, কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর হাতে লোহার রড ছিল, এমন খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’র কাছে রিপোর্ট তলব করা হয়। ওই এলাকায় নিরাপত্তার একাধিক পদক্ষেপের পাশাপাশি পিআইডিএস বা ‘পেরিমিটার ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসানোর সিদ্ধান্ত হয়।

এদিকে, গত ১৫ ই ফেব্রুয়ারি অর্থ্যাৎ বিধানসভায় বাজেট পেশের দিনই বিধায়কের পরিচয় দিয়ে বিধানসভায় প্রবেশ করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বৈধ পরিচয়পত্র না দেখাতে পারায় তাঁকে পরে হেয়ার স্ট্রিট থানায় তুলে দেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বসু। শুক্রবার অধিবেশনের আগে বিধায়কদেরও পরিচয় পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে আবেদন জানান অধ্যক্ষ। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনও গাড়ি বিধানসভায় যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version