Wednesday, May 14, 2025

মুখ্যমন্ত্রীর বাড়িতে আরও ক্যামেরা, নিরাপত্তা বাড়ল বিধানসভাতেও

Date:

বাড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নজরদারি চালানোর জন্য জরুরি একটি কন্ট্রোল রুম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহেই শেষ হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানোর কাজ।অন্যদিকে, ভুয়ো বিধায়কের পরিচয় দিয়ে এক ব্যাক্তির বিধানসভায় ঢুকে পড়ার ঘটনার প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভা চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হল। প্রধান দু’টি গেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:তমলুক সাংগঠনিক জেলার নবনিযুক্ত পদাধিকারীদের সঙ্গে সৌজন্য বৈঠক কুণালের
প্রসঙ্গত, কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর হাতে লোহার রড ছিল, এমন খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’র কাছে রিপোর্ট তলব করা হয়। ওই এলাকায় নিরাপত্তার একাধিক পদক্ষেপের পাশাপাশি পিআইডিএস বা ‘পেরিমিটার ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসানোর সিদ্ধান্ত হয়।

এদিকে, গত ১৫ ই ফেব্রুয়ারি অর্থ্যাৎ বিধানসভায় বাজেট পেশের দিনই বিধায়কের পরিচয় দিয়ে বিধানসভায় প্রবেশ করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি বৈধ পরিচয়পত্র না দেখাতে পারায় তাঁকে পরে হেয়ার স্ট্রিট থানায় তুলে দেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বসু। শুক্রবার অধিবেশনের আগে বিধায়কদেরও পরিচয় পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে আবেদন জানান অধ্যক্ষ। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনও গাড়ি বিধানসভায় যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন।

 

 

Related articles

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...

রাজ্যজুড়ে শনি-রবিতে শহিদদের শ্রদ্ধা জানাবে তৃণমূল: ঘোষণা দলনেত্রীর

পহেলগাঁও(Pahalgam) জঙ্গিহামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তান। কিন্তু পাকসেনার পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর...

এপ্রিল থেকেই ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা: মন্ত্রিসভার অনুমোদনের পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৬-র চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি (Group C-Group D) কর্মীদের পাশে থাকার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা...

তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

তিন দিনের জন্য ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মাঝেমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে যান সেখানে...
Exit mobile version