Wednesday, May 14, 2025

ভারতে টুইটারের(Twitter) ৩ দফতরের মধ্যে ২ টি দফতরে তারা দিল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটার। সংস্থার দিল্লি(Delhi) ও মুম্বইয়ের(Mumbai) অফিস বন্ধ করে সেখানকার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে কাজ করার। শুধুমাত্র বেঙ্গালুরুতে টুইটারের অফিস খোলা রাখা হয়েছে। টুইটারের মালিকানা বদলের পর সংস্থার খরচ কমাতে আগেই ব্যাপক ছাঁটাই করেছে এলন মাস্ক(Elon Musk)। খরচ কমাতে এবার ভারতে টুইটারের দুই দফতর বন্ধ করল সংস্থা।

জানা গিয়েছে, ভারতে টুইটারের ৩ দফতর মিলিয়ে অন্তত ২০০জন কর্মী চাকরি করতেন। কিন্তু গত বছর টুইটারের মালিকানা বদলের পরেই ছেঁটে ফেলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মীকে। খরচ কমাতে বিশ্বজুড়েই অসংখ্য টুইটার কর্মীকে ছেঁটে ফেলেছেন মাস্ক। ভারতেও তার অন্যথা হয়নি। মাত্র কয়েকজনকে নিয়েই ভারতে কাজ চালাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। এহেন পরিস্থিতিতেই বৃহস্পতিবার আচমকাই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। আপাতত বাড়ি বসেই কাজ করবেন সংস্থার কর্মীরা। তবে এই দুই অফিস পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, টুইটার কর্তা এলন মাস্কের মতে, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না মাইক্রো ব্লগিং সাইটটি। যদিও একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে। তবে মাস্কের মতে, ব্যবসায়িক দিক থেকে লাভ হচ্ছে না ভারতে। তাই খরচ কমাতে ভারতের অফিস বন্ধ করা হয়েছে। যদিও বেঙ্গালুরুতে এখনও টুইটারের অফিস চলছে। সেখানে মূলত ইঞ্জিনিয়াররাই কাজ করেন। সেই অফিসও বন্ধ হয়ে যেতে পারে বলেই শোনা গিয়েছে।

Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...
Exit mobile version