পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে হোটেল মালিককে খুনের ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনপ অধরা দুষ্কৃতীরা(Anti Social)। আসানসোলের এই খুনের ঘটনার তদন্তভার এবার কাঁধে নিল সিআইডি(CID)। শনিবার এই ঘটনার তদন্তে নেমে আসানসোলের(Assansol) মিরা হোটেলে আসেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খুনের পর ঝাড়খণ্ডে(Jharkhand) পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

শুক্রবার সন্ধ্যায় আসানসোলের জনবহুল এলাকায় এক হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। পেশায় ব্যবসায়ী এই মৃত ব্যক্তির নাম অরবিন্দ ভগৎ। পরপর চারটি গুলি করে হত্যা করা হয় তাঁকে। যেখানে এই হত্যা ঘটনা ঘটে সেখান থেকে আনুমানিক ১০০ মিটার দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। এমন একটি জায়গায় এমন খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই হত্যার তদন্ত কাঁধে নিল সিআইডি।

এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজের হোটেলেই রিসেপশনের সামনে বসেছিলেন অরবিন্দবাবু। হঠাৎ দুই দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরে ঝাঁঝরা হয়ে যায় হোটেল মালিকের শরীর। তাঁর পেটে দু’টি, বুকে ও কাঁধে একটি করে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে হোটেল মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পরিষ্কার। যদিও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীর মধ্যে একজন হেলমেট পরে ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোন সময়ে অরবিন্দবাবু হোটেলের রিসেপশনের সামনে বসে থাকেন, সেটা তারা জানত। একাধিকবার ঘটনাস্থলে রেইকিও করে গিয়েছে দুষ্কৃতীরা। তাই রীতিমতো আটঘাঁট বেঁধে হোটেলে আসে দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনার তদন্তে নামল সিআইডি।
