Monday, November 10, 2025

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ISF বিধায়ক নওশাদের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

৩ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে(Nawsad Siddiki) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দিল আদালত। শনিবার নিউ মার্কেট থানার মামলায় নগর দায়রা আদালতে তোলা হয় নওশাদকে। সেখানেই বিধায়ককে পুলিশ হেফাজতের(Police Custody) নির্দেশ দেন বিচারক। আদালত থেকে বেরিয়ে অবশ্য এদিন রাজ্য প্রশাসনকে ফের হুঁশিয়ারি দেন নওশাদ।

শনিবার আদালতে নওশাদকে ফের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। তবে সরকার পক্ষের সেই আবেদন খারিজ করে বিধায়ককে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে আদালতের বাইরে বেরিয়েই এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “জেল, জরিমানা করে নওশাদ সিদ্দিকিকে রোখা যাবে না। মানুষের জন্য লড়াই চলবে।” এদিকে ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ প্রসঙ্গে নওশাদের আইনজীবী বলেন, কলকাতা হাই কোর্টে জামিনের আর্জির বিষয়টি বিচারাধীন থাকায় তাঁরা নতুন করে জামিনের আর্জি জানাননি। তবে জেল হেফাজতের আর্জি আদালত মেনে নেওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Related articles

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...
Exit mobile version