২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ISF বিধায়ক নওশাদের জেল হেফাজতের নির্দেশ আদালতের

৩ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে(Nawsad Siddiki) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দিল আদালত। শনিবার নিউ মার্কেট থানার মামলায় নগর দায়রা আদালতে তোলা হয় নওশাদকে। সেখানেই বিধায়ককে পুলিশ হেফাজতের(Police Custody) নির্দেশ দেন বিচারক। আদালত থেকে বেরিয়ে অবশ্য এদিন রাজ্য প্রশাসনকে ফের হুঁশিয়ারি দেন নওশাদ।

শনিবার আদালতে নওশাদকে ফের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। তবে সরকার পক্ষের সেই আবেদন খারিজ করে বিধায়ককে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে আদালতের বাইরে বেরিয়েই এদিন ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “জেল, জরিমানা করে নওশাদ সিদ্দিকিকে রোখা যাবে না। মানুষের জন্য লড়াই চলবে।” এদিকে ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ প্রসঙ্গে নওশাদের আইনজীবী বলেন, কলকাতা হাই কোর্টে জামিনের আর্জির বিষয়টি বিচারাধীন থাকায় তাঁরা নতুন করে জামিনের আর্জি জানাননি। তবে জেল হেফাজতের আর্জি আদালত মেনে নেওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।