Tuesday, November 11, 2025

আজ বাগানের সামনে কেরল, তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির

Date:

আজ ঘরের মাঠে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। টানা তিন ম্যাচ ব্যর্থতার পরে বিধ্বস্ত মোহনবাগান। শনিবার যুবভারতীতে ঘরের মাঠে লিগ টেবিলে তিন নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাগান ব্রিগেডের। এই মুহূর্তে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে সবুজ-মেরুন। সেরা ছয়ে থেকে আইএসএলের প্লে-অফ খেলতে হলে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে জুয়ান ফেরান্দোর দলকে।

শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারলে বা পয়েন্ট নষ্ট করলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে মোহনবাগানের। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছে না সবুজ-মেরুন শিবির। চোটের জন্য হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেননি হুগো বৌমোস ও কার্ল ম্যাকহিউ। শুক্রবার তারা অনুশীলন করেছেন। যদিও তাদের খেলাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন কোচ। ম্যাচের আগে বৌমোস ও কার্লকে নিয়ে সিদ্ধান্ত নেবেন জুয়ান। কেরল ম্যাচে সাসপেনসন কাটিয়ে ফিরছেন আশিক কুরুনিয়ান। কার্ড সমস্যা মিটে গিয়েছে শুভাশিস বোসেরও। সেক্ষেত্রে শনিবার পুরো শক্তি নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে।

হায়দরাবাদের বিরুদ্ধে পুরো দল না পাওয়ার জন্য আক্ষেপ করেছিলেন জুয়ান। হারের জন্য চোট-আঘাতের অজুহাত দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, প্লে-অফে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান। বাগান কোচ জুয়ান জানিয়েছেন, ‘‘প্লে-অফে থাকতে চাই। তার জন্য লড়াই করব। কেরালা শক্তিশালী দল হলেও আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। বাকি দু’টি ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে থেকে প্লে-অফ খেলাই লক্ষ্য।’’

আরও পড়ুন:স্টিং অপারেশন কাণ্ডের জের, চেতনের ওপর আস্থা হারিয়েছিলেন ভারতীয় দলের তিন, তাই ইস্তফা: রিপোর্ট

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version