Wednesday, November 5, 2025

চাকরি বিক্রির অভিযোগে শুক্রবারই ৬ এজেন্টকে (Agent) গ্রেফতার (Arrest) করেছে সিবিআই (CBI)। তাঁদের মধ্যে রয়েছেন হুগলির (Hoogly) আরামবাগের (Arambag) শাহিদ ইমাম (Sahid Imam)। তবে নিজের এলাকায় তিনি মহারাজ এবং শুভম নামেই বেশি পরিচিত। তাঁর বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাটের কথা অনেকেরই জানা। কিন্তু তিনি যে টলিউড (Tollywood) ও বলিউডের (Bollywood) একাধিক প্রযোজনা সংস্থায় টাকা ঢেলেছিলেন তা হয়তো অনেকেরই অজানা ছিল। পেশায় একজন প্রাথমিক স্কুলে শিক্ষক হয়েও কীভাবে শাহিদের এমন রমরমা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বছর খানেক আগে ‘খালি কা টেনশন’ মিউজিক ভিডিয়োয় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও (Music Video) দেখা গিয়েছে তাঁকে।

তবে শুধু রাখির সঙ্গেই নয়, ‘সোনা বন্ধু’ নামে এক মিউজিক ভিডিয়োয় টলিউড অভিনেত্রী (Tollywood Actress) দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ‘সুইটি সুইটি’, ‘খালি কা টেনশন’ নামে দুটি মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। তবে মিউজিক ভিডিয়োগুলিতে তাঁর আসল নাম ব্যবহার করেননি শাহিদ। শুভম (Subham) নামেই মিউজিক ভিডিয়োয় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে শাহিদের প্রতিবেশীরা জানান, সম্প্রতি বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকতেন শাহিদ। সেখানে তাঁর ফ্ল্যাটও রয়েছে। তবে আচমকা তাঁর গ্রেফতারিতে অবাক হয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investing Agency) তাঁকে এজেন্ট বলেই চিহ্নিত করেছেন। অভিযোগ, চাকরি প্রার্থীদের সঙ্গে টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন আরামবাগের শাহিদ। বেশ কয়েক ধরে মুম্বইতেই বেড়েছিল অবাধ যাতায়াত। তবে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে এজেন্ট হিসেবে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে তলব করা হয়েছিল শুক্রবার। নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদের পর মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃত ৬ জনের মধ্যে রয়েছেন আরামবাগের শাহিদ ইমাম।

 

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version