Saturday, May 3, 2025

মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিকে চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) লুক নিয়ে বাংলা থেকে বাংলাদেশ (West Bengal to Bangladesh)সর্বত্রই একটা হইচই পড়ে গেছে। এর আগেই কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ ঘিরে চঞ্চল চৌধুরীর বেশকিছু লুক সামনেও এসেছিল। ফের প্রকাশ্যে অভিনেতার আরও একটি লুক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা আনাচে কানাচে ঘুরে ‘পদাতিক’ (Padatik) সিনেমার শুটিং করছেন। বাংলাদেশের গুণী অভিনেতার একের পর এক লুক সামনে আসতেই বিস্মিত বাঙালি। এ যে অবিকল মৃণাল সেন, বলছেন সিনে বিশেষজ্ঞরাও।

মৃণাল সেনের বায়োপিক তৈরি করা সহজ কথা নয়। বিভিন্ন বয়সে চঞ্চল চৌধুরী দেখতে কেমন, সেটা তুলনামূলকভাবে তুলে ধরা হয়েছে অভিনেতার নানা ধরণের ছবিতে। এর আগেই ভাইরাল হয়েছে দুটো সাদাকালো স্থিরচিত্র, যাতে মৃণাল সেনের বিখ্যাত একটি স্থিরচিত্রের অবয়বে দেখা গেছে চঞ্চলকে। এর মধ্যে দুটি রূপ যৌবন ও মধ্যবয়সের, অন্যটি বৃদ্ধকালের।

এরমাঝে মৃণাল সেনের বেশে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি (Shahnaz Khushi) ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীর আরও কিছু নতুন লুক। গত ১১ জানুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে ‘পদাতিক’ এর পোস্টার দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। মৃণাল সেনের চরিত্রে চঞ্চলকে নেওয়ার কারণ হিসেবে সৃজিত আগেই তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। প্রথমত দুই জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল আছে বলে জানান সৃজিত। সব মিলিয়ে দারুণ এক বায়োপিক দেখার আশায় দুইবাংলার সিনে প্রেমী মানুষ।

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version