Thursday, August 21, 2025

শিক্ষা দু*র্নীতি নিয়ে ডাবল ইঞ্জিন যোগী রাজ্যে রেইড! কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে তোপ কুণালের

Date:

সম্প্রতি শিক্ষাক্ষেত্রে (Education Sector) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বাংলার শাসক দল তৃণমূলকে (TMC) আক্রমণ করে আসছে বিজেপি (BJP)। এবার পাল্টা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রশ্নে কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে (BJP) তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর (Central Education Minister) কাছে জবাব চাইলেন তৃণমূল নেতা। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) শিক্ষা দুর্নীতি নিয়ে ইডির তদন্তকে ইস্যুকে করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন কুণাল।

আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় কুণাল ঘোষ বললেন, “উত্তর প্রদেশে ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে৷ সেটা নিয়ে কী বলবেন? ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) কাছে আমি ব্যখ্যা চাইছি৷ এ যাবৎ কালের বৃহত্তম দুর্নীতি। উনি আগে সেটা নিয়ে কথা বলুন। এখানে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় ভাল স্থানে। এখানে যে ভুল হয়েছে তার তদন্ত হয়েছে। বাংলায় ৯৯% ভাল কাজ হয়েছে৷ আর কেউ যদি অন্যায় করে থাকে, তা হলে তার শাস্তি হবে। কিন্তু সেটা দিয়ে অনেক অনেক ভালো কাজকে আড়াল করা যাবে।”

ধর্মেন্দ্র প্রধানকে কটাক্ষ করতে গিয়ে এদিনও শুভেন্দু অধিকারীকেও টেনে আনেন কুণাল। তাঁর কথায়, “ধর্মেন্দ্র আসলে শুভেন্দু অধিকারীকে দেখে বাকি তৃণমূল কংগ্রেসকে (TMC) বিচার করার চেষ্টা করছেন৷ রাজ্যে মিড-ডে মিল (Mid Day Meal)-সহ বাকি কাজে সরকার ভাল কাজ করছে। সেই কথা বোধহয় তিনি ভুলে গিয়েছেন।”

এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারীকেও (Dibyendu Adhikari) একহাত নেব কুণাল ঘোষ৷ তিনি বলেন, “দিব্যেন্দু অধিকারী তো তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ৷ তাঁর সঙ্গে কর্মীরা দেখা করতে চাইলে অসুবিধা কী আছে৷ উনি তা হলে প্রকাশ্যে বলুন না অন্য কোনও দলে আছেন৷ আগে নিজের অবস্থান স্পষ্ট করুন উনি৷”

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version