Wednesday, November 5, 2025

শিক্ষা দু*র্নীতি নিয়ে ডাবল ইঞ্জিন যোগী রাজ্যে রেইড! কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে তোপ কুণালের

Date:

সম্প্রতি শিক্ষাক্ষেত্রে (Education Sector) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বাংলার শাসক দল তৃণমূলকে (TMC) আক্রমণ করে আসছে বিজেপি (BJP)। এবার পাল্টা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রশ্নে কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে (BJP) তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর (Central Education Minister) কাছে জবাব চাইলেন তৃণমূল নেতা। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) শিক্ষা দুর্নীতি নিয়ে ইডির তদন্তকে ইস্যুকে করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন কুণাল।

আজ, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় কুণাল ঘোষ বললেন, “উত্তর প্রদেশে ইডি রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে৷ সেটা নিয়ে কী বলবেন? ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) কাছে আমি ব্যখ্যা চাইছি৷ এ যাবৎ কালের বৃহত্তম দুর্নীতি। উনি আগে সেটা নিয়ে কথা বলুন। এখানে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় ভাল স্থানে। এখানে যে ভুল হয়েছে তার তদন্ত হয়েছে। বাংলায় ৯৯% ভাল কাজ হয়েছে৷ আর কেউ যদি অন্যায় করে থাকে, তা হলে তার শাস্তি হবে। কিন্তু সেটা দিয়ে অনেক অনেক ভালো কাজকে আড়াল করা যাবে।”

ধর্মেন্দ্র প্রধানকে কটাক্ষ করতে গিয়ে এদিনও শুভেন্দু অধিকারীকেও টেনে আনেন কুণাল। তাঁর কথায়, “ধর্মেন্দ্র আসলে শুভেন্দু অধিকারীকে দেখে বাকি তৃণমূল কংগ্রেসকে (TMC) বিচার করার চেষ্টা করছেন৷ রাজ্যে মিড-ডে মিল (Mid Day Meal)-সহ বাকি কাজে সরকার ভাল কাজ করছে। সেই কথা বোধহয় তিনি ভুলে গিয়েছেন।”

এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারীকেও (Dibyendu Adhikari) একহাত নেব কুণাল ঘোষ৷ তিনি বলেন, “দিব্যেন্দু অধিকারী তো তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ৷ তাঁর সঙ্গে কর্মীরা দেখা করতে চাইলে অসুবিধা কী আছে৷ উনি তা হলে প্রকাশ্যে বলুন না অন্য কোনও দলে আছেন৷ আগে নিজের অবস্থান স্পষ্ট করুন উনি৷”

 

 

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version