Sunday, August 24, 2025

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রাক্তনীদের কাছে সাহায্য চেয়ে চিঠি উপাচার্যের

Date:

আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। পরিস্থিতি মোকাবিলায় ফের প্রাক্তনীদের দ্বারস্থ হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস(Suranjan Das)। প্রাক্তনী সংসদ মারফৎ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের কাছে সাহায্যের আরজি পৌঁছে দিয়েছেন উপাচার্য(vice chancellor)।

গত বছর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের জেরে প্রাক্তনীদের চিঠি দিয়েছিলেন সুরঞ্জন দাস। তাতে সাড়া মেলে ব্যাপকভাবে। এবার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সংস্কার ও গবেষণার জন্য অর্থ সাহায্য চেয়ে প্রাক্তনীদের দ্বারস্থ হলেন তিনি। নিজের আহ্বান পত্রে উপাচার্য লিখেছেন, “আমি প্রাক্তন পড়ুয়াদেরকে একটি তহবিলে আর্থিক অনুদান দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রাপ্ত অর্থ বিভাগের শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করার জন্য ব্যয় করা হবে। যাতে বিভাগটি নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়।” তবে এই আর্থিক সংকটের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার গবেষণা এবং পরিকাঠানো খাতে যে অনুদান দিত, বিগত কয়েক বছর যাবত তা আসা বন্ধ হয়ে গেছে। অর্থ সংকটের কারণে রাজ্য সরকারও অতিরিক্ত অর্থ বরাদ্দে অপারগ। এই পরিস্থিতিতে প্রাক্তনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিজ্ঞানীর প্রচেষ্টায় ১৯২১ সালে যাত্রা শুরু করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি। অনেক দিন ধরেই কথা চলছে বিভাগটির পরিকাঠামো সময়োপযোগী করে তোলা দরকার। দু বছর আগে বিভাগের শতবর্ষের সময় তা সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে। পরবর্তী সময়েও ভাবনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি চলতি আর্থিক সংকটের ফলে। এর জেরেই এবার প্রাক্তনীদের দ্বারস্থ হলেন উপাচার্য।

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version