Wednesday, December 17, 2025

ভয় পেয়েছেন ! ১৪৪ ধারার ঘেরাটোপে নিশীথের বাড়ি, বাইরে বিক্ষো*ভ সমাবেশ তৃণমূলের

Date:

Share post:

ভয় পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! ভেটাগুড়িতে নিজের এলাকাতেই চারদিকে ঘেরাটোপের মধ্যে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বাড়ি। BSF-র গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর জবাবদিহি করতে নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেইমতো রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। কিন্তু তা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাতে বাসীর বাড়ি গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করছে তৃণমূল কর্মী, সমার্থক-সহ স্থানীয়রা।

কোচবিহার সফরে গিয়ে বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তীব্র আক্র*মণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ঘোষণা মতোই ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির গ্রহণ করে কোচবিহার তৃণমূল। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি। নিশীথের বাড়ির গলিতে জারি রয়েছে ১৪৪ ধারা। রাস্তা আটকানো হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। ভেটাগুড়ির বিভিন্ন রাস্তার মোড়ে মোতায়েন পুলিশ। এলাকায় ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। প্রায় পাঁচশো পুলিশ মোতায়েন। মোতায়েন র‌্যাফ।” টহল দিচ্ছে আধাসেনাও।

তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘দলের সব নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নিজের এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান ঘেরাও কর্মসূচিতে যোগ দেওয়ার। সেই মতো সবাই এসেছেন। শান্তিতে চলছে বিক্ষোভ সমাবেশ’’। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখাচ্ছে বিজেপি”। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকাতেই বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাজবংশী যুবককে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। বাড়ি ঘেরাও প্রসঙ্গে কুণালের মত, “বিজেপির অঙ্গুলি হেলনে যখন কেন্দ্রীয় বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শিশুপুত্র, কন্যার উপস্থিতিতে তাঁর বাড়িতে হানা দেয়। তখন তাদের বাড়ি-পরিবারের কথা মনে থাকে না!”

 

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...