Tuesday, May 13, 2025

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য, সিনেমা-মিউজিক ভিডিওতে টাকা বিনিয়োগ !

Date:

নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। ধৃত এজেন্ট শেখ শাহিদ ইমামের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চন্দন মণ্ডলকে জেরা করেও সামনে এসেছে নিয়োগ দুর্নীতির এজেন্ট চক্র সম্পর্কিত নয়া তথ্য! কেউ সিনেমায় অভিনয় করেছেন।কেউ আবার মিউজিক ভিডিওতে মুখ দেখিয়েছেন! কেউ আবার বেসরকারি স্কুলের মালিক!

সিবিআই সূত্রে দাবি, চাকরি বিক্রির চক্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই এজেন্টদের। ধৃত রঞ্জনকে জেরা করে জানা গিয়েছে, বাগদার পাশাপাশি বিভিন্ন জেলায় সাব এজেন্ট নিয়োগ করেছিলেন চন্দন মণ্ডল। সাব এজেন্টরা মুখে মুখে প্রচার চালাতেন, টাকা দিলেই সরকারি চাকরি মিলবে।

সিবিআই আরও দাবি করেছে, চন্দন মণ্ডল-সহ ছয় এজেন্টই চাকরি বিক্রির টাকা পৌঁছে দিতেন প্রসন্ন রায়ের কাছে। এমন ৫০ জন এজেন্টের হদিশ মিলেছে, যাঁরা নিয়োগ দুর্নীতির টাকা পাঠাতো মিডলম্যান প্রসন্নকে। প্রসন্নর স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চন্দন মণ্ডলের অ্যাকাউন্ট থেকে। কোনও কোনও চাকরিপ্রার্থী আবার সরাসরি প্রসন্নর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও সিবিআই দাবি করেছে।

এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। প্রসন্ন রায় ও তাঁর আত্মীয়দের সাড়ে ৩০০টি সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখন এইসব এজেন্টদেরই ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, ও শেখ শাহিদ ইমাম নামে তিনজন এজেন্টকে গ্রেফতার করে সিবিআই।

শাহিদ ইমামকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, সিনেমাতেও অভিনয়  করেছেন এই শেখ শাহিদ। একটি মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গেছে। এজেন্ট হিসেবে ধৃত মালদার ইংরেজবাজারের বাসিন্দা আব্দুল খালেক স্থানীয় মিল্কি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। বর্তমানে নগরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন।এলাকায় তাঁর একটি বেসরকারি স্কুলও রয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৩ মে মঙ্গলবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬৫ ₹ ৯৩৬৫০ ₹খুচরো পাকা সোনা ৯৪১৫ ₹ ৯৪১৫০...

অবসর নেওয়ার পরই বৃন্দাবনে বিরুস্কা

অবসর নেওয়ার একদিন পরেই বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি(Virat Kohli)। গত সোমবার টেস্ট ক্রিকেট(Test Cricket) থেকে অবসর নিয়েছেন ভারতীয়...

সমুদ্র সৈকতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মন্দারমণিতে গ্রেফতার পর্যটক

সুন্দর বালুতটে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পর্যটক (Tourist)। মালদহ থেকে মন্দারমণিতে (Mandarmoni) বেড়াতে যাওয়া এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল মন্দারমণি...

বন্ধ বিমান, বারুদের গন্ধ কাশ্মীরে, সেনাকে মনোবল দিতে এয়ারবেসে মোদি!

সোমবার থেকে ভারত-পাকিস্তানের সহমতিক্রমে সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারপরেও পঞ্জাবের জলন্ধরের আকাশে সন্দেহজনক ড্রোন প্রশ্ন তুলছে দুদেশের সমঝোতা...
Exit mobile version