Saturday, August 23, 2025

বিশ্বের বুকে সেরার সেরা হিসেবে নিজেকে ফের প্রতিষ্ঠিত করল ভারত। লর্ডস-এর বুকে জামা খুলে উড়িয়েছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার লন্ডনকে পোশাক সংক্রান্ত ফ্যাশন শেখাল ভারত। জমজমাট লন্ডন ফ্যাশন উইক (London Fashion Week 2023), ভারতীয় খাদি পোশাকের জয়জয়কার বিদেশের মাটিতে। লন্ডনে ভারতের হাই কমিশনের (High Commission Of India In London) উদ্যোগে ‘ইন্ডিয়া ডে’ (India Day) উপলক্ষ্যে খাদির পোশাকের প্রদর্শনী হয়ে গেল লন্ডন ফ্যাশন উইক ২০২৩-এ। সহযোগিতার হাত বাড়িয়েছে লন্ডন স্কুল অফ ট্রেন্ডস (London School Of Trends) এবং INIFD-র মতো সংস্থা।

ভারতীয় খাদি পোশাকের রমরমা এবার ব্রিটিশ ভূমিতেও। খাদির ইতিহাস অতি প্রাচীন হলেও আজও সমানভাবে প্রাসঙ্গিক। ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন বা INIFD এবং লন্ডন স্কুল অফ ট্রেন্ডস ভারতীয় হস্তশিল্পী, তাঁতশিল্পী ও চারুকলার সঙ্গে জড়িত প্রতিভাদের খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার কাজ করে চলেছে। আসলে ভারতীয় বস্ত্রশিল্পের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি আর বিশ্বের বুনন শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটানই এই ফ্যাশন শো – এর আসল লক্ষ্য। INIFD/LST আসলে পড়ুয়া ডিজাইনারদের মধ্যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে আধুনিক ফ্যাশনের মানসিকতা তৈরি করতে চায়। সেই জন্য দেশের ১০৮টি সেন্টার জুড়ে সক্রিয় এই নেটওয়ার্ক। এই ফ্যাশন শো-তে প্রথমার্ধে প্রায় ৪০টি আধুনিক ডিজাইনের পোশাক তুলে ধরা হয়। সেই সব পোশাকেই খুঁটিনাটি কাজ ও নানা ধরনের প্রসাধন ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি দুর্দান্ত রঙের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই ‘স্বদেশি’চিন্তাধারাকে শ্রদ্ধার্ঘ জানানো হয়। নিখাদ খাদির ২৫টি পোশাক প্রদর্শন করা হয় এই পর্বে।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version