Thursday, August 28, 2025

অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুযোগ সুবিধা দেওয়া বন্ধ হোক, মত প্রাক্তন সুপ্রিম বিচারপতির

Date:

অবসরের পর বিচারপতিদের সবরকম সুযোগ সুবিধা বন্ধ করা হোক। এই দাবিতেই সরব হলেন সুপ্রিমকোর্টের বিচারপতি দীপক গুপ্ত(Dipak Gupta)। তাঁর দাবি এই সুবিধা দেওয়া বন্ধ হলেই স্বাধীনভাবে কাজ করতে পারবে দেশের বিচার বিভাগ। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নাজিরকে(S Abdul Najir)। এই প্রেক্ষিতেই এমনটা জানালেন বিচারপতি গুপ্ত।

বিচারপতি নিয়োগ সংক্রান্ত এক আলোচনাসভায় দীপক গুপ্ত বলেন, “আদালতের বিচারপতি ও বিচারকদের জন্য অবসরের পর একাধিক সুযোগসুবিধার ব্যবস্থা রয়েছে। তবে এগুলি বন্ধ করে দেওয়া উচিত। কারণ স্বাধীন বিচারব্যবস্থার সঙ্গে একেবারেই খাপ খায় না এই ব্যবস্থা। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব বিচারকদেরই। তাই মেরুদণ্ড বিকিয়ে না দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে তাঁদের।” শুধু তাই নয় দীর্ঘ দিন ধরে চলতে থাকা কলেজিয়াম বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন দীপক তিনি বলেন, “বিচারবিভাগের সঙ্গে কেন্দ্রের সংঘাত অত্যন্ত বিপজ্জনক। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতেই পারবেন না যোগ্য বিচারকরা।”

উল্লেখ্য, ঐতিহাসিক রাম মন্দির মামলার অন্যতম বিচারপতি এস আবদুল নজির তাঁর অবসরের ৪০ দিনের মাথায় কেন্দ্রের তরফে পুরস্কার পেয়েছেন। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে তাঁকে নিয়োগ করেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এপ্রসঙ্গেই দীপক গুপ্তর মত, সংবিধান রক্ষা করতে বিচারপতিদের সুবিধা দেওয়া বন্ধ করতে হবে সরকারকে। সরকারের তরফে এইরকম সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না বিচারকরা।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version