Monday, December 22, 2025

ফের পাহাড় অচল করার চক্রান্ত, বনধের ডাক বিনয় তামাং-সহ বাকিদের

Date:

Share post:

ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। এই পরিস্থিতিতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে পাহাড়ে আন্দোলনে নামল জিটিএ-র নয় সদস্য। এদিন সকাল থেকে দার্জিলিংয়ের গোর্খা রাঙ্গা মঞ্চ ভবনে প্রতীকী অনশনে বসেছেন জিটিএর সদস্য অজয় এডওয়ার্ড, বিনয় তামাংরা।জানা গিয়েছে, ২৪ ঘণ্টা তাঁরা এই অনশন চালাবেন।এমনকী এর প্রতিবাদে আগামী ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছেন তাঁরা। বিনয় তামাং জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে। যাঁরা গোর্খাল্যান্ড চান তাঁদের প্রত্যেককে এই বনধে শামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।

কিছুদিন আগে এক বৈঠকে অজয় এডওয়ার্ড, বিনয় তামাংরা ফের গোর্খাল্যান্ড দাবির স্বপক্ষে সুর চড়িয়েছিলেন। তাঁরা গোর্খাল্যান্ড সংঘর্ষ সমিতি গঠন করেছেন।তারা বলছেন,এবার আন্দোলন শুধুমাত্র গোর্খাল্যান্ডের জন্য। অন্য কোনও বিকল্প নয়।বিনয় তামাং বলেছেন, ‘দার্জিলিং-গোর্খা হিল কাউন্সিল, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, স্থায়ী রাজনৈতিক সমাধান অনেক হল। এবার আমাদের পৃথক রাজ্য চাই।

বৃহস্পতিবার মাধ্যমিক শুরু। ওইদিন পাহাড় বনধের ডাক অত্যন্ত দুর্ভাগ্যজনক বলছেন পর্ষদ সভাপতি। যদিও পাহাড়ে নির্বিঘ্নেই মাধ্যমিক হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

প্রসঙ্গত,মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সময় বিনয় তামাংদের এই অনশন ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভাষা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু উদ্বোধন, শিলান্যাস ছাড়াও কয়েকটি জেলার মানুষকে জমির পাট্টা তুলে দেবেন। সেখানে বিজেপির বঙ্গভঙ্গের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন সেদিকে নজর সবার। মঙ্গলবার উত্তরবঙ্গে রাত্রিবাস করে বুধবার মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...